মেজর রোহিত বাচওয়ালা (ছবিঃX)

নয়াদিল্লিঃ ট্রেনের (Train) জন্য অপেক্ষা করতে কর‍তে স্টেশনেই (Station)আচমকা প্রসব যন্ত্রণা গর্ভবতী মহিলার। দ্রুত হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে করতেই মুশকিল আসান হয়ে এগিয়ে এলেন এক সেনাবাহিনীর চিকিৎসক (Army Doctor)। তাঁর বুদ্ধি ও দক্ষতাতেই স্টেশনের মধ্যেই মহিলার সন্তান প্রসব করানো হল। কেট ছুরি, চুলের ক্লিপ ও ধুতি এই তিনটে জিনিসের সাহায্যেই সন্তান প্রসব করালেন তিনি। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বীরঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি স্টেশনে । স্বামী ও সন্তানকে নিয়ে পানভেল থেকে বারাবানকি যাচ্ছিলেন গর্ভবতী মহিলা।

স্টেশনের মধ্যে জন্মাল সন্তান, 'দেবদূত' হয়ে এলেন সেনা চিকিৎসক

ট্রেনের মধ্যেই প্রসব যন্ত্রণা ওঠে তাঁর। রেল মদদ অ্যাপের মাধ্যমে সাহায্যের আবেদন জানালে তাঁকে ঝাঁসি স্টেশনে নামানো হয়। স্টেশনে নামিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হলেও ও আর যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না ওই মহিলা। এই সময় স্টেশনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিকিৎসক মেজর রোহিত বাচওয়ালা। তিনমাসের ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। হায়দরাবাদের ট্রেন ধরার জন্য ওই স্টেশনেই বসেছিলেন তিনি। প্রসূতি মহিলার ওই অবস্থা দেখে ছুটে আসেন তিনি। দ্রুত রেলকর্মীদের পর্দা ব্যবস্থা করতে বলেন। জোগাড় করা হয় গ্লাভস। এরপরই পকেট থেকে ছুরি বের করে কাজ শুরু করেন। স্টেশনের মধ্যেই সন্তান প্রসব করান তিনি। প্রসবের পর মা ও কন্যা সন্তান দুজনেই স্থিতিশীল ছিলেন। এরপর রেলের অ্য়াম্বুল্যান্সে করে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেজর রোহিতকে দু'হাত জোর করে ধন্যবাদ জানান সদ্যজাতর বাবা মহম্মদ জুবেইর কুরেশি। ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "আমি সেনা চিকিৎসক রোহিত বাচওয়ালা ও রেল কর্মীদের কাছে চির কৃতজ্ঞ থাকব।"

 চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা, স্টেশনে চুলের ক্লিপ ও ছুরির সাহায্যে প্রসব করালেন সেনা চিকিৎসক