নয়াদিল্লিঃ ঝাড়খণ্ডের(Jharkhand) দোকানে সশস্ত্র ডাকাতি (Robbery)। দুই ডাকাতকে গ্রেফতার জামবনী থানার পুলিশের(Police)। উদ্ধার ২ কোটি টাকার গয়না। গত ৩০ জুন ঝাড়খণ্ডের একটি দোকানে ডাকাতি করে একদল ডাকাত। কয়েক কোটি টাকা নিয়ে পালায় ডাকাতের দল। দু'দিন ধরেই ডাকাতদের খোঁজ শুরু করে ঝাড়খণ্ড জেলা পুলিশ। এরপর সীমান্তবর্তী জেলা জামবনী থানার পুলিশকে সতর্ক করে ঝাড়খণ্ড পুলিশ। পুলিশের অনুমান ছিল, ডাকাত দল জামবনী হয়ে জামশেদপুরের দিকে পালাতে পারে। তাই সক্রিয় ছিল জামবনী পুলিশ।
সোনার দোকানে সশস্ত্র ডাকাতি, গ্রেফতার দুই ডাকাত
আই.সি জামবনী অভিজিত বসুমল্লিকের নেতৃত্বে চলছিল সীমান্ত এলাকায় নজরদারি। রাস্তায় রাস্তায় চলছিল নাকা চেকিং। মঙ্গলবার রাতে, পুলিশের চোখে পড়ে একটি বাইক। তীব্র গতিতে ঝাড়খণ্ডের দিক থেকে ছুটে আসছিল একটি বাইক। মোটরসাইকেলটিকে থামতে বললে সোজা ইউটার্ন নিয়ে পালাতে যায় বাইকটি।এরপর পুলিশ প্রায় ১ কিলোমিটার ধাওয়া করে বাইকটির পিছনে। এরপরই ধরা হয় নিরঞ্জন গৌড় এবং মহম্মদ রফিকে। জানা যায়, এই দুই জন ঝাড়খণ্ড এবং বিহারের বাসিন্দা। তাদের থেকেই উদ্ধার হয় লুট হওয়া গয়না ও টাকা। এরপর এই দুই অভিযুক্তকে চাকুলিয়া থানার হাতে তুলে দেওয়া হয়।
সোনার দোকানে ডাকাতি, অভিযান চালিয়ে ২ ডাকাতকে গ্রেফতার করল পুলিশ, উদ্ধার ২ কোটি টাকার গয়না
ঝাড়খণ্ডে গয়নার দোকানে সশস্ত্র ডাকাতি, ডাকাত ধরল ঝাড়গ্রাম জেলার পুলিশ, গ্রেফতার দুই ডাকাত, উদ্ধার ২ কোটির গয়না
খবরটা আসে গত পরশু রাত সাড়ে আটটা নাগাদ। ঝাড়খণ্ডের চাকুলিয়া থানা থেকে। তিন সশস্ত্র ডাকাত দুঃসাহসিক ডাকাতি করেছে এক গয়নার দোকানে। পার্শ্ববর্তী সীমান্ত জেলা… pic.twitter.com/fwySHAnoli
— West Bengal Police (@WBPolice) July 2, 2025