ক্ষিতিজ জোদা(ছবিঃX)

দিন কয়েক আগের ঘটনা সিঙ্গাপুরে (Singapore) স্কুবা ডাইভিং (Scuba Diving) করতে গিয়ে প্রাণ হারিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ (Zubeen Garg) অসমের আইকনের মৃত্যুর পর থেকেই চর্চায় উঠে এসেছে স্কুবা ডাইভিং আর এই আবহে এবার স্কুবা ডাইভিং করতে গ্যে বিপদের মুখ থেকে বেঁচে ফিরলেন মুম্বইয়ের এক তরুণ প্রযুক্তিবিদের প্রাণ বাঁচাল বহুমূল্যের 'অ্যাপেল ওয়াচ' স্মার্ট ডিভাইস যে শুধু বিলাসের সামগ্রী নয়, প্রয়োজনে তা জীবনরক্ষকের কাজ করতে পারে তা আরও একবার প্রমাণ করল এই ঘটনা

জানা গিয়েছে, সম্প্রতি ২৬ বছরের ক্ষিতিজ জোদা নামে এক প্রযুক্তিবিদ সোশ্যাল মিডিয়ায় একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি দাবি করেন, স্কুবা ডাইভিং করতে গিয়ে বিপদের মুখে পড়েন তিনি আর সেই বিপদ থেকে তাঁকে রক্ষা করে অ্যাপল ওয়াচ আল্ট্রা (Apple Watch Ultra)-এর জরুরি সাইরেন (Emergency Siren) ফিচার তিনি জানান, ঘটনাটি কয়েক মাস আগে বঙ্গোপসাগরে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন তিনি সেই সময় প্রায় ৩৬ মিটার গভীরে ডুব দেন তিনি সেই সময় আচমকা তাঁর ওয়েট বেল্ট খুলে যায় ফলে ক্রমে দ্রুত গতিতে উপরের দিকে উঠতে শুরু করেন তিনি(এই ক্ষেত্রে দ্রুত জলের পরে ওঠা অত্যন্ত বিপজ্জনক এতে ফুসফুসে চাপ পড়ে এবং ফুসফুস বেলুনের মতো প্রসারিত হয়ে ফেটে যেতে পারে) এমন সময় ক্ষিতিজ কী করবেন বুঝে উঠতে পারছিলেন না কোনওভাবেই গতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না ঠিক সেই সময় ক্ষিতিজের হাতে থাকা অ্যাপেল ওয়াচ আল্ট্রা সমস্ত গতিবিধি জলের গভীরিতা পর্যবেক্ষণ করতে শুরু করে প্রথমে একটি জরুরি সতর্ক বার্তা পাঠায় অ্যাপেল ওয়াচ ক্ষিতিজ বলেন, "স্ক্রিনে ভেসে ওঠা বার্তায় আমায় জানানো হয় গতি কমাতে হবে নইলে বিপদ বলা হয় এভাবে উপরের দিকে উঠলে আমার আঘাত লাগতে পারে এরপর যখন ঘড়ি দেখে বার্তায় কোনও কাজ হচ্ছে না তখন সাইরেল বাজতে শুরু করে" আর সেই সাইরেনের তীক্ষ্ণ শব্দ প্রশিক্ষকের কান পর্যন্ত পৌঁছয় আওয়াজ পেয়ে তৎক্ষণাত ক্ষিতিজকে রক্ষা করেন তিনি