Apple Store India: ভারতে প্রথম অ্যাপেল স্টোর খুলল মুম্বইয়ে (Mumbai)। বান্দ্রার কুরলা কমপ্লেক্সে অবস্থিত জিও ওয়ার্ল্ড ড্রাইভ মলের (Jio World Mall) ভিতর খুলেছে দেশের প্রথম অ্যাপেল স্টোর। ঝাঁ চকচকে এই মলে মঙ্গলবার স্টোরের উদ্বোধন করলেন অ্যাপেল সিইও টিম কুক (Apple CEO Tim Cook)।
উদ্বোধনের আগের দিনই মুম্বই এসে পৌঁছান কুক (Tim Cook)। ভারতের প্রথম অ্যাপেল স্টোরের জন্যে মার্কিন সংস্থা বেছে নিয়েছেন আম্বানিদের জিও ওয়ার্ল্ড মল। জানা গিয়েছে, স্টোরের জন্যে রিলায়েন্স জিওর সঙ্গে মোট ১১ বছরের চুক্তি করেছে অ্যাপেল। সুবিশাল জিও ওয়ার্ল্ড মলের ভিতর ২০ হাজার ৬০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত অ্যাপেল স্টোরটি। ভারতের অ্যাপেল স্টোরের জন্যে মাসে কত টাকা গুনতে হবে মার্কিন সংস্থাকে?
একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতি মাসে জিও ওয়ার্ল্ড মলে অ্যাপেল স্টোরের জন্যে ভাড়াবাবদ ৪২ লক্ষ টাকা দিতে হবে সংস্থাকে।
ইতিমধ্যেই ভারতের প্রথম অ্যাপেল স্টোরের উদ্বোধন নিয়ে বেশ উত্তেজিত দেশবাসী। ভারতে ব্যবসা বৃদ্ধির দিকে এক পা এগিয়েছে অ্যাপেল। মুম্বই দিয়ে শুরু করলেও নাকি চলতি মাসেই দিল্লিতে আরও একটি রিটেল স্টোর খুলবে অ্যাপেল। ফলে দেশে বাড়ছে কর্ম সংস্থানের সুযোগ। এই মুহূর্তে মুম্বইয়ের অ্যাপেল স্টোরে রয়েছে ১০০ জনেরও বেশি কর্মচারি। যারা ২০ টির বেশি ভাষায় কথা বলতে সক্ষম।