
নয়াদিল্লিঃ ইরান-ইজরায়েল যুদ্ধ (Iran-Israel War)আবহে ইরানে (Iran) থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে মোদী সরকার (Modi Government)। অব্যাহত অপারেশন সিন্ধু (Operation Sindhu)। ফের ২৮৫ ভারতীয় নাগরিককে নিয়ে দিল্লিতে ফেরানো হল। এই দলের মধ্যে বেশিরভাগই পড়ুয়া বলে গিয়েছে। এখনও পর্যন্ত ১৭১৩ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে বলে খবর। শুধু ভারতীয়দেরই নয়, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের উদ্ধারেও এগিয়ে এসেছে ভারত। নেপাল ও শ্রীলঙ্কা সরকারের অনুরোধে সাড়া দিয়ে ইরান থেকে এই দুই দেশের নাগরিকদের উদ্ধারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ভারত সরকার। তার জন্য তেহরানের ভারতীয় দূতাবাসে একাধিক জরুরি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এই সব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের। শুধু তাই নয়, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমেও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা রয়েছে।
ফের দেশে ফিরলেন ইরানে বসবাসকারী ভারতীয়রা
শনিবার, অর্থাৎ ২১ জুন ইরান থেকে দিল্লিতে ফেরানো হয় ৩১০ জন নাগরিককে। এদিন বিকেল ৪ ড়ে ৩০ মিনিট দিল্লির মাটি ছোঁয় ভারতের উদ্ধারকারী বিমান। ফের তার একদিনের মাথায় অর্থাৎ ২২ জুন রাত ১ টা ৩০ মিনিটে দিল্লিতে এসে পৌঁছয় একটি বিমান। ওই বিমানে সওয়ার যাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মারঘেরিটা। এদিন ইরান থেকে দেশে ফেরা নাগরিকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন দিল্লি বিমানবন্দরে পৌঁছে ইরানে বসবাসকারী এক ভারতীয় বলেন, "আমরা নিরাপদে দেশে ফিরতে পেরে খুব খুশি। মোদী আমাদের পরিবারের মতো আগলে রেখেছেন। আমাদের ঘরে ফেরানোর জন্য ওঁকে অসংখ্য ধন্যবাদ।"
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে অব্যাহত অপারেশন সিন্ধু, ফের দেশে ফেরানো হল ইরানে বসবাসকারী ২৮৫ জন ভারতীয়কে
Operation Sindhu: Another Special Flight Carrying 285 Indian Nationals Stranded in War-Hit Iran Lands Safely in Delhi, MEA Says Total 1,713 Indians Evacuated (See Pics) #OperationSindhu #Iran #IsraelIranConfict #IndianNational #IranIsraelWar
— LatestLY (@latestly) June 23, 2025
Read: https://t.co/psotsVw7lr
— LatestLY (@latestly) June 23, 2025