Andhra Woman Ties To Tree Over Husband's Unpaid Loan (Photo Credits: X)

চিত্তুর , ১৭ জুনঃ ঋণের টাকা শোধ করতে পারেননি স্বামী। যার জেরে ভুগতে হল স্ত্রীকে। গ্রামের মাঝে প্রকাশ্যে গাছের সঙ্গে মহিলাকে বেঁধে করা হল চরম অপমান। ঘটনাটি ঘটেছে, অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার নারায়ণপুরম গ্রামে।

জানা যাচ্ছে, মহিলার স্বামী থিম্মারায়াপ্পা গ্রামেরই এক বাসিন্দা মুনিকান্নাপ্পা নামের এক ব্যক্তির কাছ থেকে তিন বছর আগে ৮০,০০০ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু ঋণের সেই টাকা শোধ না করেই পরিবার নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যান থিম্মারায়াপ্পা। দীর্ঘ দিন ধরে মনের মধ্যে ক্ষোভ জমিয়ে রেখেছিলেন মুনিকান্নাপ্পা। এদিনে সোমবার শিরিশা ছেলের পড়াশোনার সার্টিফিকেটের জন্য গ্রামে আসেন। আর তা জানতে পেরে মুনিকান্নাপ্পা এবং তাঁর পরিবারের বছর ২৯-এর শিরিশার উপর চড়াও হয়। প্রকাশ্য দিবালকে তাঁকে গাছের সঙ্গে বেঁধে চরম হেনস্থা করা হয়।

গাছের সঙ্গে মহিলাকে বেঁধে চরম হেনস্থা

মহিলাকে হেনস্থার এমন দৃশ্য দেখে কয়েকজন গ্রামবাসী পুলিশে খবর দেয়। কুপ্পম নগর পুলিশ নারায়ণপুরমে পৌঁছে শিরিশাকে মুক্ত করে। মুনিকান্নাপ্পা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে শিরিশা। ঘটনার তদন্ত করছে পুলিশ।