Andhra Pradesh Road Accident (Photo Credit Twitter)

অন্ধ্রপ্রদেশ: মধ্যরাতে আচমকাই সড়ক দুর্ঘটনা, কোনওমতে প্রাণে বাঁচল যাত্রীরা। এনটিআর জেলার পানুগানচিপ্রলু মণ্ডলের তোতাচারলা গ্রামের (Totacharla village of Penuganchiprolu Mandal) কাছে NH 65-এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। সূত্রে খবর, একটি বাস নির্দিষ্ট গতিতে চলতে চলতে আচমকাই তা হাইওয়েতে উল্টে যায়। এরপরই হৈচৈ পড়ে যায়। কোনোমতে প্রাণ বাঁচিয়ে বাস থেকে নেমে আসেন লোকজন। নন্দীগামার এসিপি জনার্দন জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরের ভিডিওটিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যায় মহাসড়কে বাসটি উল্টে যাওয়ার দৃশ্য এবং অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে হচ্ছে। ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আরও পড়ুন : Himachal Pradesh: হিমাচল প্রদেশের মান্ডিতে ৫১জনকে উদ্ধার করল এন ডি আর এফ, বায়ুসেনার হেলিকপ্টার পৌঁছে দিচ্ছে খাবার-ওষুধ (দেখুন ভিডিও)

দেখুন টুইট