Andhra Pradesh: স্ত্রীর সঙ্গে অশান্তির জের, চলন্ত অটো থেকে ঝাঁপিয়ে মৃত্যু মদ্যপ ব্যক্তির
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

তিরুমালা, ২৯ সেপ্টেম্বরঃ চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে প্রাণ গেল এক মদ্যপ ব্যক্তির। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতি জেলার লক্ষ্মীপুরম গ্রামে এক ব্যক্তি চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করলেন। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম কোটলাপতি সুব্রমান্যম। বয়স ৩৫। স্থানীয় এক ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। স্ত্রীর সঙ্গে প্রবল বাগবিতণ্ডার মাঝে ঝোঁকের বশে চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে দেন তিনি। গতিতে চলা অটো থেকে পড়ে মাথায় গুরুতর চোট পান তিনি। আর সেই চোটের কারণেই সুব্রমান্যমের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বৃদ্ধ আইনজীবি ও তাঁর ছেলেকে রাস্তায় অর্ধনগ্ন করে মারধর, ভাইরাল ভিডিয়োর নিন্দা নেটপাড়ায়

এক জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সুব্রমান্যম এবং স্ত্রী সুব্বাম্মা এক আত্মীয়ের শেষকৃত্যের অনুষ্ঠানে গিয়েছিলেন। বৃহস্পতিবার ফেরার সময় অটোতে দুজনের মধ্যে কোন এক বিষয় নিয়ে তুমুল অশান্তি বাধে। বচসার মাঝে হঠাৎই অটো থেকে ঝাঁপ দিয়ে দেন তিনি। মাথায় গুরুতর চোট সহ সুব্রমান্যম স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়ছে বলে জানান চিকিৎসকেরা। ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে পুলিশ। জানা গিয়েছে ঘটনার সময়ে মদ্যপ অবস্থায় ছিলেন সুব্রমান্যম।