প্রতীকী ছবি (Photo Credits: File photo)

অনন্তপুরামু, ২৩ ডিসেম্বরঃ শনিবার সাত সকালে অন্ধ্রপ্রদেশের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (Andhra Pradesh Road Accident)। মালবাহী ট্রাকের সঙ্গে যাত্রী বোঝাই বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গিয়েছে ৪ জনের। দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কাকভোরে তেলাঙ্গনার জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, বলি পরিবারের ৪ সদস্য

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে অন্ধ্রের অনন্তপুরামু জেলার কাল্লুর গ্রামের কাছে জাতীয় সড়ক ৪৪-এ আটার বস্তা বোঝাই লরি এবং যাত্রী বোঝাই বাসের জোর ধাক্কা লাগে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার জন যাত্রী মারা গিয়েছেন। ময়নাতদন্তের জন্যে নিহত ৪ জনের দেহ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃতরা অনন্তপুরমু জেলার গুটি মণ্ডলের বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, দ্রুত গতির দুই বড় গাড়ির মধ্যে সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে বাসের সামনের অংশ একেবারে ভেঙে চুড়ে গিয়েছে। ট্রাক থেকে আটার বস্তা রাস্তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।