নয়াদিল্লিঃ ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu & Kashmir)। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ দুই ভারতীয় সেনা Soldiers)। শনিবার রাতে কাশ্মীরের অনন্তনাগের (Anantnag) কোকেরনাগ এলাকায় সন্ত্রাস দমন অভিযানে নেমেছিল ভারতীয় সেনা। চলে এনকাউন্টার (Encounter)। সেই সংঘাতেই আহত হন দুই সেনা। গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত্যু হয় তাঁদের। আগাম খবর পেয়ে শনিবার সকাল থেকেই জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় ভারতীয় সেনা বাহিনীর জওয়ানরা। এদিন অনন্তনাগের আহালান-গগরামান্ডু এলাকাতেও চলে গুলির লড়াই। অন্যদিকে শনিবার কাঠুয়া জেলার পাহাড়ি এলাকায় ঘাঁটি গেড়ে থাকা চার জঙ্গির স্কেচ প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। পাহাড়ি এলাকার মাটির ঘরে তাদের দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই চার জঙ্গির সম্পর্কে খোঁজ দিতে পারলে ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। খোঁজ দেওয়া ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।
দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো
#WATCH | Anantnag, J&K: Operation underway by Indian Army to track down terrorists at Ahlan Gadool in Kokernag area. Two Army soldiers lost their lives in action and two civilians were injured in the operation.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/3FXuVy0iLX
— ANI (@ANI) August 11, 2024