প্রতীকী ছবি (Photo Credits: PTI)

জমি দুর্নীতি নিয়ে মহাবিপাকে পড়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। অভিযোগ উঠেছিল মাইসুরু নগরোন্নয়ন বিভাগের জমি বেআইনিভাবে বিলি করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তাঁর স্ত্রী ও পরিবারের বাকি সদস্যের মধ্যে। এই নিয়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ ওঠার পর অবশ্য মুডা থেকে প্রাপ্ত ১৪টি জমি ইতিমধ্যেই ফিরিয়ে দিয়েছেন সিদ্দারামাইয়ার স্ত্রী বিএম পার্বতী। একদিকে যখন দুর্নীতি নিয়ে রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা চালাচ্ছে বিজেপি, তখন অন্যদিকে এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে এই যোগসাজস নিয়ে পাল্টা অভিযোগ তুলল কংগ্রেস। সম্প্রতি একটি অডিয়ো ভাইরাল হয়, যেখানে হাজার কোটি টাকার খেলা বলে দাবি করছেন বিজেপি বিধায়ক বসনগৌড়া আর পাতিল (Basanagouda R Patil)।

এই অডিয়োবার্তা শোনা যাচ্ছে, কংগ্রেসকে চাপে ফেলতে ১ হাজার কোটি টাকা ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করছেন এক ব্যক্তি। কংগ্রেসের দাবি, এই অডিয়োটি বসনগৌড়ার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের পাল্টা দাবি, ভুয়ো অডিয়োবার্তা শেয়ার করে অভিযোগের মোড় ঘুরিয়ে দিতে চাইছে কংগ্রেস। এরমধ্যেই এস মনোহর নামে এক কংগ্রেসকর্মী হাই গ্রাউন্ড পুলিশ স্টেশনে বসনগৌড়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।