লখনউ, ২৮ জুলাই: লখনউয়ের আম্বেদকর পার্ক থেকে চুরি গেল হাতির মূর্তি। উত্তর প্রদেশে মায়াবতীর শাসনকালে এই পার্কে বিভিন্ন আকারের বেশ কয়েকটি হাতির মূর্তি স্থাপন করা হয়েছিল। ইতিমদ্যেই গৌতম পল্লী থানায় এই চুরির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন পার্কের নিরাপত্তা কর্মী নিয়াজ আহমেদ। আরও পড়ুন-BJP Protests On SSC Scam: এসএসসি-তে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলকাতার রাজপথে বিজেপি (দেখুন ছবি)
গৌতম পল্লী থানার ইনস্পেক্টর ইন চার্জ এসএস ভাদৌরিয়া জানিয়েছেন, চুরি যাওয়া হাতির মূর্তির ওজন ৫ কিলোরও কম। বছর দুয়েক আগেও একবার বাতির মূর্তি চুরির ঘটনা ঘটেছিল এই আম্বেদকর পার্কে। তারপরেই পার্কে থাকা সমস্ত হাতির মূর্তি গোনা হয়েছিল। যেখান থেকে হাতির মূর্তি চুরি গেছে, সেই এলাকা সাদারণের প্রবেশের বাইরে। তাই চোরকে ধরতে পার্ক লাগোয়া এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
সিসিটিভির অধীনে ইতিমধ্য়েই সংশ্লিষ্ট এলাকায় উন্নত প্রযুক্তির নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যেখানে সব সময়েই প্রচুর নিরাপত্তাকর্মী টহল দিচ্ছে।