কেন্দ্রীয় প্রতিনিধি দল (ছবিঃANI)

নয়াদিল্লিঃ বিশ্বমঞ্চে পাকিস্তানের (Pakistan)পর্দা ফাঁস করতে ও 'অপারেশন সিঁদুর (Operation Sindoor)'-এর গুরুত্ব বোঝাতে রাজধানী দিল্লি থেকে বিদেশযাত্রা শুরু করল কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিরা। বুধবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন তাঁরা। এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের গন্তব্য জাপান, মালেশিয়া, কোরিয়া এবং সিঙ্গাপুর। এই বিশেষ প্রতিনিধি দলে রয়েছেন মোহন কুমার, বিজেপি সাংসদ প্রদান বরুয়া, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ ব্রিজ লাল, BJP সাংসদ অপরাজিতা সরঙ্গী, জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝাঁ, সিপিএম সাংসদ জন ব্রিটাস, বিজেপি সাংসদ ডঃ হেমাঙ্গ জোশী। দিল্লি বিমানবন্দরে মিলিত হয়ে যাত্রা শুরু করেন তাঁরা।

বিদেশ সফরে কেন্দ্রীয় প্রতিনিধি দল

উল্লেখ্য, বুধ সকালেই দিল্লি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের সেকন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বদলীয় প্রতিনিধি দলের বিদেশসফর নিয়ে কেন্দ্র-রাজ্য তরজার সূত্রপাত হয়েছিল। এই সর্বদলীয় প্রতিনিধি দলে তৃণমূলেরে হয়ে কে অংশগ্রহণ করবেন তা নিয়ে শুরু হয় জল্পনা। এই সর্বদলীয় প্রতিনিধি দলে যোগ দেওয়ার জন্য তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করে কেন্দ্র। কিন্তু বহরমপুরের সাংসদের নাম প্রত্যাহার করে ঘাসফুল শিবির। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই বিষয়ে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি তাঁকে। জানালে তিনি নিশ্চই বিষয়টি বিবেচনা করবেন। ইউসুফ প্রসঙ্গে মমতা বলেন, "কে যাবে কে যাবে না এটা দলের সিদ্ধান্ত। সেটা কেন্দ্র ঠিক করে দিতে পারে না।" এর ঠিক একদিন পর তৃণমূলের তরফে ইউসুফের পরিবর্তে অভিষেকের নাম ঘোষণা করা হয়।

বিশ্বমঞ্চে পাকিস্তানের পর্দাফাঁস করতে উদ্যোগী কেন্দ্র, বিদেশ সফরে সর্বদলীয় প্রতিনিধি দল