Amitabh Bachchan, Jaya Bachchan.jpg (Photo Credit: Instagram)

নয়াদিল্লিঃ বয়স পেরিয়েছে ৮০। তবে বয়সের তোয়াক্কা তিনি কোনওদিনই করেন না। এখনও বলিউডে(Bollywood)  একপ্রকার দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন(Amitabh Bachchan)। আর সাফল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাঁর সম্পত্তির পরিমাণ। নয়া প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে,দেশের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন অমিতাভ বচ্চন। ২০২৪-২৫ আর্থিক বর্ষে বিগ বির আয় গিয়ে দাঁড়িয়েছে ৩৫০ কোটি। এই আর্থিক বছরে ১২০ কোটি টাকার কর প্রদান করেছেন তিনি। গত বছর সর্বোচ্চ করদাতার খেতাব ছিল শাহরুখ খানের দখলে।

গত বছর রোজগার করেছেন কত আর কর দিলেন কত ?

প্রসঙ্গত, বচ্চন পরিবারের আয়ের অন্যতম উৎস এনডোর্সমেন্ট ডিল, ফিল্ম প্রোজেক্ট। এছাড়া অন্যান্য উৎস রয়েছে। ২০২৪ সালে অমিতাভ একাধিক বিজ্ঞাপন ও ছবিতে কাজ করেছেন। সেই সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনার দায়িত্বে ছিলেন। ২০২৪ সালে একাধিক জমি, বাড়িতে বিনিয়োগ করেছেন অমিতাভ। মুম্বইয়ে নতুন ফ্ল্যাট কিনেছেন বলেও শোনা গিয়েছিল। এ ছাড়া সম্প্রতি অযোধ্যায় ৫৪ হাজার ৪৫৪ বর্গফুটের একটি জমি কিনেছেন তিনি। ২০২৫ সালের ১৫ মার্চ অগ্রিম করের শেষ কিস্তি ৫২.৫০ কোটি টাকা জমা দিয়েছেন বিগ বি, এমনিটাই সূত্রের খবর। উল্লেখ্য, বড়পর্দায় অমিতাভকে শেষ দেখা গিয়েছিল ভেট্টাইয়াঁ ও কলকি ২৮৯৮ এডি-তে। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। তিন দশক পর ফের জুটি বাঁধেন এই দুই অভিনেতা। শোনা যাচ্ছে, এরপর ঋভু দাশগুপ্তের কোর্টরুম ড্রামা 'সেকশন ৮৪'-এ দেখা যাবে বিগ বিকে। শুধু তাই নয়, 'কল্কি ২৮৯৮ এডি'র সিক্যুয়েলেও অভিনয় করছেন অমিতাভ।

দেশের সর্বোচ্চ করদাতা এখন বিগ বি