Amar-Jawan-Jyoti-Flame (Photo Credit: Twitter)

দিল্লি,২১ জানুয়ারি:  অমর জওয়ান জ্যোতির (Amar Jawan Jyoti)  শিখা নিভছে না। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সঙ্গে তা মিশিয়ে দেওয়া হচ্ছে। অমর জওয়ান জ্যোতির শিখা নিয়ে প্রবল সমালোচনার মুখে এমনই মন্তব্য করা হল কেন্দ্রীয় সরকারের তরফে। অমর জওয়ান জ্যোতির শিখা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিজেপি (BJP) নেতা সম্বিত পাত্রও মুখ খোলেন। সম্বিত পাত্র ট্যুইট করেন জানান, অমর জওয়ান জ্যোতির শিখা নিভছে না। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সঙ্গে তা মিশে যাচ্ছে। অমর জওয়ান জ্য়োতির শিখা এবং ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল শিখা একযোগে তত্ত্বাবধান শক্ত হয়ে উঠছে দিনের পর দিন ধরে। সেই কারণে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওই শিখা সরানো হচ্ছে বলে জানানো হয় কেন্দ্রের তরফে।

প্রসঙ্গত ১৯৭১ সালের যুদ্ধে শহিদদের স্মৃতিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওই সময় অমর জওয়ান জ্যোতি তৈরি করেন। সেই থেকে গত ৫০ বছর ধরে শহিদদের স্মৃতিতে জ্বলছে অমর জওয়ান জ্যোতির ওই শিখা।

আরও পড়ুন:  Amar Jawan Jyoti: ৫০ বছর পর 'নিভল' অমর জওয়ান জ্যোতির শিখা, বিরোধীদের কড়া সমালোচনার মুখ কেন্দ্র

এদিকে অমর জওয়ান জ্যোতির শিখা সরানো হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ট্যুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) । কেন্দ্রীয় সরকার শহিদ জওয়ানদের সম্মান দিতে পারে না বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী।

শশী থারুরও তীব্র কটাক্ষ করেন কেন্দ্রের ওই সিদ্ধান্তে। অমর জওয়ান জ্যোতির শিখা সরানে নিয়ে মোদী সরকারের সমালোচনায় ট্যুইটে মুখ খোলেন কংগ্রেস সাংসদ।