বাবরি মসজিদ (Photo Credits: IANS)

লখনউ, ৩০ সেপ্টেম্বর: বাবরি মসজিদ ধ্বংস মামলায় (Babri Masjid Demolition Case) লালকৃষ্ণ আদবানি (Lal Krishna Advani) সহ সব অভিযুক্ত বেকসুর খালাস। লখনউয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে আজ বাবরি মসজিদ ধ্বংসের রায় দেয়।৩২ জন অভিযুক্তই বেকসুর খালাস পেয়েছেন।১৯৯২ সালের ৬ ডিসেম্বর মসজিদ ভাঙা হয়। স্থানীয় আদালতের স্থিতাবস্থার নির্দেশ অগ্রাহ্য করে মসজিদ ভাঙা হয়। বুধবার সেই মসজিদ ধ্বংসের মামলাতেই রায় ঘোষণা করল লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। বিচারক এস যাদবের পর্যবেক্ষণ, বাবরি মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পনা ছিল না। আদালত আরও বলেছে যে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও জোরাল প্রমাণ নেই।

এই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর জোশী, উমা ভারতী। প্রায় তিন দশক ধরে চলেছে এই মালমা। বিশেষ সিবিআই আদালতের নির্দেশ মতো আজ অভিযুক্ত ৩২ জনই হাজির ছিলেন আদালতে। ২৬ জন সশরীরে আদালতে হাজির হন। আরও পড়ুন: Hathras Gangrape Case: হাথরাস গণধর্ষণে মৃত তরুণীর দেহ ছিনিয়ে নিয়ে সৎকার পুলিশের, শেষবারের মতো মেয়ের মুখ দেখা হল না মায়ের

ভিডিয়ো কনফারেন্সে হাজিরা দেন উমা ভারতী, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর জোশী, কল্যাণ সিং, সতীশ প্রধান ও মহন্ত নৃত্য গোপাল দাস। আদালতে উপস্থিত ছিলেন বিনয় কাটিয়ার, চম্পত রাই, জয় ভগবান গোয়েল সহ মোট ২৬ জন।