মুম্বই, ১২ জানুয়ারিঃ আমাদের দেশে প্রতি বছর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে দেড় লক্ষ মানুষের। সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। রাস্তায় গাড়ি চালানোর সময়ে যদি নিজের সুরক্ষা নিজের হাতে রাখতে পাড়ি তাহলে হয়ত ওই সংখ্যাটা অনেকটা কমে আসতে পারে। অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালানো কিংবা মাদকাসক্ত হয়ে গাড়ি চালানো অনায়াসে প্রাণ কাড়তে পারে যে কারুর। তাই মাথায় রাখা দরকার নিজের সুরক্ষা নিজের হাতে।
পথ দুর্ঘটনায় বেঘোরে প্রাণনাশ নিয়ন্ত্রণে আনতে প্রতি বছর ভারত সরকার ‘রোড সেফটি উইক’ (Road Safety Week) অর্থাৎ ‘সড়ক সুরক্ষা সপ্তাহ’ পালন করে। প্রতিবছর জানুয়ারিতে এই ‘জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ’ পালিত হয়। যা জনমানসের মধ্যে সড়ক নিরাপত্তা বিধি এবং নিয়মাবলী গুলো আরও একবার স্মরণ করিয়ে দেবে।
চলতি বছরে মুম্বই পুলিশের (Mumbai Police) তরফে মুখ করা হয়েছে অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar)। যিনি একটি ভিডিয়োর মাধ্যমে ‘জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ’এর (Road Safety Week) বিধি নিষেধ গুলো আবারও স্মরণ করিয়েছেন। চলুন দেখে নেওয়া এক সেই নিয়কগুলো কী কী…
১) বাইক চালানোর সময় সর্বদা মাথায় হেলমেট পরুন।
২) চার চাকার গাড়ি চালানোর সময়ে সিট বেল্ট লাগাতে কখনও ভুলবেন না।
৩) গাড়ি চালানোর সময়ে মোবাইল ফোনের ব্যবহার একেবারেই নয়।
৪) অতি দ্রুত গতিতে গড়ি চালাবেন না।
৫) কোনরকম মাদকাসক্ত হয়ে গাড়ি কখনওই চালাবেন না।
Rule the roads like a 'kinng!'
Actor @akshaykumar emphasises five simple but effective rules to stay safe on the road!#NationalRoadSafetyWeek pic.twitter.com/yS4aZH7oSe
— मुंबई पोलीस - Mumbai Police (@MumbaiPolice) January 11, 2023
এই ছোট ছোট কিছু সড়ক সুরক্ষা নিয়য়াবলি অবলম্বন করে চললে পথ দুর্ঘটনায় বেঘোরে মানুষের প্রাণ হারানো হয়তো অনেকটাই আটকানো যেতে পারে। নিজের এবং নিজের পরিবারের কথা চিন্তা করুণ। সুরক্ষিতভাবে, সতর্ক হয়ে গাড়ি চালান।