লখনউ: ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের বারাণসীতে বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল প্রমোদতরী এমভি গঙ্গাবিলাসের (MV Ganga Vilas river cruise) পথ চলার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। আর তার ঠিক পরের দিনই এই বিষয় নিয়ে বিজেপির (BJP) বিরুদ্ধে আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Samajwadi Party Chief Akhilesh Yadav)।
শনিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "আমি শুনেছি পবিত্র গঙ্গা নদীর (Holy Ganga river) উপর দিয়ে যাওয়া ওই প্রমোদতরীতে বার (Bar) রয়েছে। সেখানে মদ বিক্রি হবে (alcohol)। এতে কি গঙ্গার পবিত্রতা নষ্ট হবে না?"
#WATCH | Samajwadi Party Chief Akhilesh Yadav makes a remark on MV Ganga Vilas river cruise, says "I have heard that cruise sailing on the holy river Ganga also has bars that serve alcohol...." pic.twitter.com/7VXbGQqkOx
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 14, 2023