Ahmedabad Plane Crash (Photo Credit: ANI/X)

নয়াদিল্লিঃ আমেদাবাদ বিমান বিপর্যয়ের (Air India Ahmedabad plane crash)প্রায় ৩ মাস অতিক্রান্ত। এবার এই বিমান দুর্ঘটনা নয়ে নতুন করে তদন্তের দাবি জানালেন মৃত পাইলট সুমিত সবরওয়ালের বৃদ্ধ বাবা পুষ্করাজ সবরওয়াল। তাঁর দাবি, এয়ারক্র্যাফ্‌ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর পেশ কয়া প্রাথমিক রিপোর্ট ছেলের ভাবমূর্তি নষ্ট করছে। কীভাবে বিমানের জ্বালানি সুইচ বন্ধ হয়েছিল? তা জানতে চেয়েছেন বৃদ্ধ। এই বিষয়ে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং এএআইবি-র ডিরেক্টর জেনারেলকে চিঠি লিখেছেন তিনি। তাঁর দাবি, পুত্র সুমিতের কোনওরকম মানসিক সমস্যা ছিল না। দীর্ঘ কেরিয়ারে কোনও দুর্ঘটনা ইতিহাস নেই, কিন্তু আমেদাবাদ বিমান বিপর্যয় তাঁর বর্ণময় কেরিয়ারকে প্রশ্নের মুখে ফেলছে। মৃত ছেলের ভাবমূর্তি এভাবে নষ্ট হতে দেখতে পারছেন না তিনি, এমনটাই জানান বৃদ্ধ।

এয়ার ইন্ডিয়া বিমান বিপর্যয়ের নয়া তদন্তের দাবি জানালেন মৃত পাইলটের বাবা

গত ১২ জুন আমাদেবাদের মেঘানিনগরে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬০ জনের। মৃত্যু হয় পাইলট ক্যাপটেন সুমিত সবরওয়াল ও পাইলট ক্লাইভ কুন্দরের। এই ঘটনার পর তদন্তকারী সংস্থা এএআইবি যে রিপোর্টটি প্রকাশ করেছিল তাতে দুই পাইলটের কিছু কথোপকথন উঠে আসে। যেখানে জ্বালানি সুইচ বন্ধ করার জন্যই এই দুর্ঘটনা বলে ইঙ্গিত পাওয়া যায়। এরপরই ক্যাপ্টেন সুমিতের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে এই বিষয়টি নাকচ করে তাঁর বাবা লিখেছেন, "সুমিতের সম্পর্কে বেছে বেছে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। সুমিতের মানসিক অবস্থা সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই ঘটনা আমার শরীর ও মনের উপর চাপ সৃষ্টি করছে। ছেলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।" সুমিতের বিবাহবিচ্ছেদ ও তাঁর মাতৃবিয়োগ, মানসিক অসুস্থতার পক্ষে এই দু'টি বিষয়কে তুলে ধরা হয়। এই বিষয়ে পুষ্করাজের বক্তব্য, "সুমিতের বিবাহবিচ্ছেদ হয় ১৫ বছর আগে। তাঁর মায়ের মৃত্যুরও ৩ বছর অতিক্রান্ত। এই ঘটনার পর কমপক্ষে ১০০ বিমান উড়িয়েছে সে। কোথাও কোনও দুর্ঘটনা ঘটেনি। তাঁর ২৫ বছরের দীর্ঘ কেরিয়ারে কোনও রকম দুর্ঘটনার উল্লেখ পর্যন্ত নেই।" সবশেষে এই ঘটনার নতুন তদন্ত শুরুর অনুরোধ জানিয়েছেন বৃদ্ধ।

কেন্দ্রকে চিঠি দিয়ে নয়া তদন্তের দাবি জানালেন এয়ার ইন্ডিয়া বিমান বিপর্যয়ের ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের বৃদ্ধ বাবা