নয়াদিল্লিঃ ইরান-ইজরায়েল (Iran Israel Conflict) সংঘাতের মাঝে আকাশপথ বন্ধ করে দিয়েছিল একাধিক দেশ। যার জেরে পরপর বিমান (Flight) বাতিলের সিদ্ধান্ত নিতে হয় বিমানসংস্থাগুলিকে। পশ্চিম এশিয়ায় বিমান বাতিলের সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়াও (Air India)। আপাতত যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে দুই দেশ, ধীরে ধীরে শান্তি ফিরছে মধ্যপ্রাচ্যে। খুলে দেওয়া হয়েছে আকাশসীমা। আর এরপরই বুধবার থেকে পশ্চিম এশিয়ায় উড়ান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। এমনটাই বিবৃতি দিয়ে জানানো হয়েছে বিমান সংস্থার তরফে।
মিটছে অশান্তি, পশ্চিম এশিয়ায় চালু বিমান পরিষেবা
এই প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, "পশ্চিম এশিয়ার বেশকিছু অঞ্চলে আকাশপথ বন্ধ ছিল। তবে সেগুলি ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। আকাশসীমা খুলে দেওয়া হলে সব অঞ্চলে ধাপে ধাপে উড়ান চালু করা হবে। ২৫ জুন থেকে পশ্চিম এশিয়ার অধিকাংশ জায়গাতেই স্বাভাবিক উড়ান পরিষেবা শুরু হয়ে যাবে।" পাশাপাশি ইউরোপগামী অধিকাংশ বিমানও বাতিল করে দেওয়া হয়েছিল। তবে বুধবার থেকে সেইসব বিমানগুলিও পুনরায় চালু হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। বিবৃতিতে দিয়ে জানানো হয়েছে, "আমেরিকার ইস্ট কোস্ট ও কানাডাগামী উড়ান পরিষেবা বুধবার থেকে যত দ্রুত সম্ভব শুরু করা হবে।" তবে মনে করা হচ্ছে, পরিস্থিরি পুরোপুরি শান্ত না হওয়ায় কিছু উড়ান বাতিল করা হবে। এছাড়া উড়ান পরিষেবায় বিলম্ব ঘটারও সম্ভাবনা থাকছে। যেসব আকাশপথে ঝুঁকি রয়েছে তা এড়িয়ে চলা হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে এয়ার ইন্ডিয়া।উল্লেখ্য, সোমবার রাতে দোহায় মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর জেরেই বাতিল হয় কাতার, দোহাগামী একাধিক বিমান। বন্ধ করে দেওয়া হয় বাহরিন, ইরাক, কুয়েত,সংযুক্ত আরব আমিরাশাহির আকাশসীমা।
বুধ থেকে পশ্চিম এশিয়ায় ফের বিমান পরিষেবা চালু এয়ার ইন্ডিয়ার
Air India, AI Express Resume Flights To Middle East As Airspaces Reopen https://t.co/8zO3gyAURL
— Kashmir Observer® (@kashmirobserver) June 25, 2025