আমেদাবাদ, ৬ সেপ্টেম্বর: ভয়াবহ গার্হস্থ হিংসার ঘটনা ঘটেছে গুজরাটের আমেদাবাদে (Ahmedabad)৷ প্রবাসী স্বামীকে (NRI Husband) ভিডিও কলে যৌন আনন্দ দিতে অস্বীকার করায় গৃহবধূকে মারধর করল শ্বশুরবাড়ির সদস্যরা৷ এই ঘটনায় ইতিমধ্যে বছর ৩০-এর নির্যাতিতা গৃহবধূ মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে৷ টাইমস অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী আক্রান্ত গৃহবধূ জানিয়েছেন, তাঁর স্বামী কানাডায় থাকেন৷ ভিডিও কলে স্ত্রীর থেকে যৌন আনন্দের দাবি জানায়৷ তবে তিনি স্বামীর ইচ্ছেপূরণ করেননি৷ তাতেই অসন্তুষ্ট শ্বশুরবাড়ির লোকজন তাঁর উপরে চড়াও হয়ে অকথ্য অত্যাচার চালায়৷ আরও পড়ুন-Mumbai Shocker: যাত্রী সেজে ট্যাক্সি চালকের সর্বস্ব কাড়ল ডাকাত দল, আক্রান্তের চোখে দিল লংকার গুড়ো
অভিযোগে ওই গৃহবধূ জানিয়েছেন, গত ২০২০-র ২১ আগস্টে সম্বন্ধ করে তাঁদের বিয়ে হয়৷ কয়েকদিনের মধ্যেই তিনি খেয়াল করেন বেশি রাতের দিকে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছে স্বামী৷ বলেও কোনও লাভ হয়নি৷ বিয়ের মাস পেরনোর আগে আচমকাই একদিন তাঁকে জানিয়ে কানাডায় চলে যায় স্বামী৷ এরপর সেখান থেকে ফোনে নানারকম আপত্তিকর মেসেজ পাঠাতে শুরু করে৷ সেই সঙ্গে সেক্স চ্যাটের দাবিও করতে থাকে৷ তবে এর কোনওটাতেই সাড়া দেননি নববধূ৷ এমনকী, ফোনের ক্যামের সামনে তাঁকে জামাকাপড় খুলতেও বলেছিল অভিযুক্ত স্বামী৷ তাতে রাজি না হওয়াতেই বেজায় চটে সে৷ এরপর গার্হস্থ হিংসার জন্য শ্বশুর শাশুড়ি প্রলুব্ধ করতে শুরু করে৷
অভিযোগ, সময় সুযোগ পেলেই নববধূকে মারধর শুরু করে শ্বশুর ও শাশুড়ি৷ ছেলের সঙ্গে নতুন বউ যাতে কথা বলতে না পারে, সেজন্য ফোনও কেড়ে নেয়৷ বাপের বাড়ি তেকে পণ বাবদ গয়না ও নগদ টাকা আনার জন্য চাপ দিতে থাকে৷ সবমিলিয়ে সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছিল৷ এই অসহনীয় অবস্থা থেকে রেহাই পেতেই গত ডিসেম্বরে বাপের বাড়িতে ফিরে আসেন নির্যাতিতা গৃহবধূ৷ এবং মহিলা থানায় স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ দায়ের করেন৷