
নয়াদিল্লিঃ রহস্যমৃত্যু পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কৃষি বিজ্ঞানী সুবান্না আয়াপ্পানের (Subbanna Ayyappan ) গত কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন। সোমবার শ্রীরঙ্গাপাটনা এলাকায় কাবেরী নদী থেকে উদ্ধার হয় তাঁর দেহ। শুরু তদন্ত। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল ছিলেন তিনি। শ্রীরঙ্গাপাটনা থানার আধিকারিক বি প্রকাশ জানিয়েছেন, ৭ মে থেকেই নিখোঁজ ছিলেন সুবান্না আয়াপ্পান। মাইসুরুর বিদ্যারণ্যপুরম থানায় পরিবারের তরফে নিখোঁজে ডায়েরি করা হয়েছিল। পরিবার জানায়, ওইদিন মোবাইল ফোন ছাড়া বাড়ি থেকে বের হন তিনি। স্কুটার চালিয়ে শেষবারের মতো বাড়ি থেকে বের হতে দেখা যায় তাঁকে। পরে স্থানীয় সাঁই আশ্রমের কাছে তাঁর স্কুটারটি উদ্ধার হয়। কাবেরী নদীতে প্রায়ই আসতেন তিনি, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। ধ্যান করতেন সাঁই বাবা আশ্রমে। মাঝেমধ্যে মাইসুরুর রামকৃষ্ণ আশ্রমেও যেতেন।
বিখ্যাত কৃষি বিজ্ঞানীর রহস্যমৃত্যু
পুলিশ জানায়, এদিন ওই নদীতে দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। সনাক্ত করে জানা যায় এটি দেহটি কৃষি বিজ্ঞানী সুবান্না আয়াপ্পানের। প্রসঙ্গত, ১৯৫৫ সালের ১০ ডিসেম্বর চামরাজানগর জেলার ইয়েলানুরে জন্মগ্রহণ করেন সুবান্না। ১৯৭৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৮ সালে বেঙ্গালুরুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশে ‘ব্লু রেভিউলুশন’ আনার অন্যতম পথিকৃৎ বলা হত তাঁকে। ভুবনেশ্বর এবং মুম্বাইয়ের সেন্ট্রাল ইন্সটিটিউউট অব ফিসারিজ় এডুকেশনের ডিরেক্টর হিসেবেও বেশকিছু দিন কাজ করছেন তিনি।
পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কৃষি বিজ্ঞানীর রহস্যমৃত্যু
Padma Shri awardee Subbanna Ayyappan found dead
Read @ANI Story | https://t.co/s0VEKdwism#SubbannaAyyappan #PadmaShri #Karnataka pic.twitter.com/hNRUQz2w3E
— ANI Digital (@ani_digital) May 13, 2025