আগ্রা, ২১ ফেব্রুয়ারিঃ আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল এক সদ্যজাত শিশু। ময়লা আবর্জনার মধ্যে কুকুরে টানা হিঁচড়া করছিল পরিত্যক্ত শিশুটিকে নিয়ে। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) আগ্রার (Agra) প্রকাশ পুরম এলাকার ঘটনায় চাঞ্চল্য।
আরও পড়ুনঃ মেয়েকে ধর্ষণের হুমকি,মাদকাসক্ত স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
আবর্জনার মধ্যে কুকুরে ঘিরে ধরেছে নবজাত শিশুটিকে (Newborn)। মর্মান্তিক দৃশ্য চোখে পড়ে এলাকার দুই ভাইয়ের। তারা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে কুকুর গুলোকে তাড়িয়ে খবর দেয় স্থানীয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সদ্যজাত শিশুটিকে আবর্জনার ঢের থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আইসিইউতে চিকিৎসা চলছে খুদের।
আরও পড়ুনঃ শ্যালিকার সঙ্গে ত্রিকোণ প্রেম, বিয়ে করতে চেয়ে পথের কাঁটা স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সদ্যজাত শিশুটিকে কে বা কারা এভাবে আবর্জনার মধ্যে ফেলে দিয়ে গিয়েছে তাঁর তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, পরিত্যক্ত শিশুটির কথা জানতে পেরে বহু মানুষ এগিয়ে এসেছেন তাকে দত্তক নেওয়ার জন্যে।