Aghori Baba (Photo Credits: X)

ইন্দোর, ২৯ জুনঃ 'অর্ধনারীশ্বর' হওয়ার স্বপ্ন দেখে লিঙ্গ পরিবর্তের অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হলেন ইন্দোরের কেদারনাথের (Kedarnath) বাসিন্দা ২৭ বছর বয়সী সাধু অঘোরি বাবা (Aghori Baba)। ইন্দোরের ভান্ডারি হাসপাতালে বাবা লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারীতে পরিবর্তন করেছেন নিজেকে।

দক্ষিণ ভারতের বাসিন্দা এই সাধু ব্রাহ্মণ পরিবারের সন্তান। জানা যায়, কয়েক বছর আগে নিজের পরিবারকে ছেড়ে উত্তরাখণ্ডের (Uttarakhand) কেদারনাথে আসেন আঘোরি। সেই থেকে সন্ন্যাসীর মত জীবনযাপন করছেন তিনি। এরই মাঝে হঠাৎই একদিন তিনি 'অর্ধনারীশ্বর' হওয়ার স্বপ্ন দেখেন। মনে মনে স্থির করে ফেলেন, ঈশ্বরের দেখানো স্বপ্ন অনুযায়ী নিজেকে নারীতে রূপান্তরিত করবেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। চেন্নাইতে গিয়ে প্রাথমিক অস্ত্রোপচার করান তিনি। এরপর বৃহস্পতিবার ভান্ডারী হাসপাতালে ভর্তি করা হয় আঘোরি বাবাকে। ভান্ডারী হাসপাতালের প্লাস্টিক কসমেটিক এবং পুনর্গঠনকারী সার্জন ডাঃ অশ্বিন দাস তাঁর লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করেন। পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়ার এই অস্ত্রোপচারটি পাঁচ ঘন্টা ধরে চলে। হাসপাতালের চিকিৎসক সূত্রে খবর, বাবার লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার সফল হয়েছে।

চেন্নাইতে প্রাথমিক অস্ত্রোপচারের পর ইন্দোরে ফিরে এসে নিজের সমস্ত প্রয়োজনীয় শংসাপত্র আবার নতুন করে তৈরি করান তিনি। যেখানে তিনি নিজেকে একজন নারীর পরিচয় দিয়েছেন। আধার কার্ড, প্যান কার্ড সমস্ত নথি থেকে নিজের পুরুষ পরিচয় মুছে নারীর পরিচয় দিয়ে তা নতুন করে তৈরি করান।

অঘোরি বাবার অদ্ভুত গাড়ি... 

Aghori Baba's Car (Photo Credits: X)

আঘোরি বাবার গাড়িও বেজায় অদ্ভুত। গাড়ির সামনের ড্যাশবোর্ডে একাধিক মাথার খুলি সাজিয়ে রাখা হয়েছে। সমস্ত গাড়িতে স্টিকার লাগানো রয়েছে। যেটিতে তাঁকে স্বয়ং ভগবান শিবের কোলে ধ্যানরত অবস্থায় বসে থাকতে দেখা যাচ্ছে আঘোরিকে। বাবার গাড়ির কাঁচে বিপদ চিহ্নের স্টিকার মারা রয়েছে। আশ্চর্যজনক ভাবে বাবার গাড়ির নম্বর প্লেটে কোন নম্বর নেই। তাতে লেখা, অঘোরি নাগা সাধু। গাড়ির সামনের বনেটে একটি ত্রিশূল গাঁথা আছে। সামনের কাঁচের ওপরে লেখা আছে অর্ধনারীশ্বর।