Lok Sabha Elections 2024: ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন, ভোটের দামামা বাজতেই মোদীর উচ্ছ্বাস
Narendra Modi (Photo Credits: ANI)

লোকসভা ভোটের দামামা বেজে গেল। শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চব্বিশের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সাত দফায় হবে দেশের ১৮'তম লোকসভা ভোট। শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে। ভোট গণনা হবে ৪ জুন। নির্বাচন কমিশের তরফে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন, ভোটের জন্যে ভাজপা সরকার কোমর বেঁধে প্রস্তুত।

নির্বাচনী প্রচারে নেমে মোদীর মুখে বারে বারে শোনা গিয়েছে এনডিএ (NDA) জোটের সঙ্গে ৪০০ আসনে জয়লাভের প্রসঙ্গ। চব্বিশের লোকসভায় বিজেপির (BJP) জয় হলে টানা তৃতীয়বার দিল্লির মসনদে বসবে মোদী সরকার। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই টুইট করে উচ্ছ্বসিত নমো (Narendra Modi) লিখেছেন, 'হাজির গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আমরা, বিজেপি-এনডিএ জোট নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। সুশাসন এবং বিভিন্ন খাতে সেবা প্রদানের মধ্যে দিয়ে আবার জনগণের সেবা করব আমরাই'। হ্যাশট্যাগ দিয়ে লিখেছে, 'ফির এক বার মোদী সরকার।

দেখুন মোদীর টুইট...

লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের চার রাজ্যের বিধানসভার দিন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচন হবে ১৯ এপ্রিল। সিকিমে বিধানসভা নির্বাচন হবে ১৯ এপ্রিল। অন্ধ্রপ্রদেশে ১৩ মে এবং ওড়িশায় বিধানসভা নির্বাচন হবে চার দফায়, যথাক্রমে - ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। গণনা ৪ জুন।