নয়াদিল্লিঃ পণের দাবিতে (Dowry Harassment)ফের অত্যাচারের ঘটনা। আত্মঘাতী তরুণী। শুধু তাই নয়, বিবাহ বহির্ভূত সম্পর্কে মগ্ন ছিলেন স্বামী, এমনটাও অভিযোগ মৃতার পরিবারের। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বাগালাগুন্টে থানার সিদেদেহল্লি এলাকায়। মৃতার নাম পূজাশ্রী। বয়স ২৮। একটি ব্যাঙ্কে হিসেবরক্ষক পদে চাকরি করতেন তিনি। বছর তিন আগে নন্দীশ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় তাঁর। একটি কন্যাসন্তান রয়েছে তাঁদের। তদন্তে নেমে জানা গিয়েছে, সম্প্রতি স্বামী নন্দীশের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন পূজাশ্রী। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বচসা বাঁধত। অভিযোগ, স্ত্রীর থেকে মোটা টাকা দাবি করতে ন নন্দীশ। তা না দিলেই চলত অত্যাচার। গত সোমবার, বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হয় পূজাশ্রীর ঝুলন্ত দেহ। এই ঘটনার মৃতার মায়ের অভিযোগ, আত্মহত্যা নয়, মেয়েকে খুন করেছে জামাই নন্দীশ। এই বিষয়ে তিনি বলেন, "যেদিন পূজাশ্রীর মৃত্যু হয় সেদিন সকালে জামাই মেয়েকে আমাদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এক ঘণ্টা পরই আমায় ফোন করে জানায় আমার মেয়ে আত্মহত্যা করেছে। নন্দীশের বিবাহ বহির্ভূত সম্পর্ক মানতে পারেনি মেয়ে। এটা আত্মহত্যা নয়, ওকে খুন করা হয়েছে।"
পণের জন্য নিত্য অত্যাচার করত পরকীয়ায় মগ্ন স্বামী, সহ্য করতে না পেরে আত্মঘাতী স্ত্রী
After #Bengaluru techie death, another woman dies of 'dowry harassment'https://t.co/b9mZgMOY91
— The Times Of India (@timesofindia) September 3, 2025