নয়াদিল্লিঃ চলছে মামলার শুনানি (Hearing)। ভার্চুয়ালি তাতে যোগ দিয়ে বিয়ারের (Beer) গ্লাসে চুমুক আইনজীবীর (Advocate) । শুধু তাই নয়, বিয়ার পান করতে করতে ব্যক্তিগত ফোনে কথা। আইনজীবীর এহেন আচরণে অবাক বিচারপতিরা।এই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দের ঝড়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই আইনজীবীর বিরুদ্ধে আদাকতে স্বতঃপ্রণোদিত মামলা।
মামলার শুনানি চলাকালীন মদ্যপান, ভাইরাল আইনজীবীর কীর্তি
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গুজরাট হাইকোর্টে। গত ২৫ জুন গুজরাট হাইকোর্টে
একটি মামলার ভার্চুয়াল শুনানি চলাকালীন বিয়ারের গ্লাসে চুমুক দিতে দেখা যায় আইনজীবী ভাস্কর তান্নাকে। শুধু তাই নয়, বিচারপতি যখন রায় দিচ্ছেন তখন মোবাইলে কথা বলতেও দেখা যায় তাঁকে। ক্যামেরার রেকর্ড হয় তাঁর সমস্ত কীর্তিকলাপ। প্রবীণ আইনজীবীর এই আচরণের পরই এই ঘটনার তীব্র নিন্দা করে বিচারপতি এএস সুপেহিয়া এবং বিচারপতি আরটি ভাছানির ডিভিশন বেঞ্চ। এই ধরনের আচরণ আইনের শাসন ও বিচার ব্যবস্থার উপর কুপ্রভাব ফেলছে বলে মন্তব্য বেঞ্চের। একই সঙ্গে ওই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ওই আইনজীবীকে আদালতের তরফে নোটিশ পাঠানো হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আইনজীবীকে ভার্চুয়াল শুনানিতে অংশ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা চলাকালীন দেদার বিয়ারের গ্লাসে চুমুক, আইনজীবীর কীর্তিতে হতবাক বিচারপতি, ভাইরাল ভিডিয়ো
Gujarat High Court initiates contempt case against Senior Advocate for sipping beer during virtual hearinghttps://t.co/WznhyXsxvE
— Bar and Bench (@barandbench) July 1, 2025