ছবি ইনস্টাগ্রাম

চেন্নাই, ৩০ এপ্রিল: অভিনয় থেকে সরে এসে করোনা রোগীদের (COVID-19) পাশে দাঁড়ালেন অর্জুন গৌড়া। কোভিড আক্রান্ত রোগীদের প্রাণ বাঁচাতে ক্যামেরার সামনে থেকে সরে এসে বর্তমানে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন অর্জুন (Arjun Gowda)।

কোনও রোগীকে হাসপাতালে (Hospital) পৌঁছতে যাতে দেরি না হয়, তার জন্যই জনপ্রিয় কন্নড় অভিনেতা অ্যাম্বুলেন্স চালকের কাজ শুরু করেন। মানুষের জীবন বাঁচাতে যাতে দেরি না হয়, তার জন্যই ওই ব্যবস্থা তিনি করেন বলে জানান অভিনেতা।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: 'ঘর সামলে অন্যকে জ্ঞান দিন', কোভিড পরিস্থিতি বুঝিয়ে নেট জনতার কটাক্ষের মুখে করিনা

নিজের অ্যম্বুলন্স চালানোর পাশাপাশি অ্যাম্বুলেন্স সার্ভিসও শুরু করেন অর্জুন গৌড়া। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অর্জুন জানান, অ্যাম্বুলেন্স চালানোর কাজ শুরুর পর থেকে বিভিন্ন মানুষের পাশে তিনি দাঁড়াতে পারছেন। কোভি়ডে মৃত অনেককে শ্মশানে নিয়ে যেতে পারেন। দুঃসময়ে (Pandemic) মানুষের পাশে দাঁড়াতে পেরে তাঁর ভাল লাগছে বলেও মন্তব্য করেন অর্জুন গৌড়া।