নয়া দিল্লি, ১৮ মেঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির পর থেকে দেখা মেলেনি আপের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha)। মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে রাঘবের 'নীরবতা' ইন্ডিয়ার জোট শরিকদের মধ্যে অস্বস্তি তৈরি করেছিল। গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর প্রায় ৫০ দিন হাজতবাস করে অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন আপ আহ্বায়ক। ভোট প্রচারকে লক্ষ্যে রেখে ১০ মে শুক্রবার কেজরিওয়ালকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। অবশেষ দেখা মিলল রাঘবের। অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন রাজ্যসভার আপ সাংসদ রাঘব চাড্ডা।
শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করতে দেখা গেল সাংসদের গাড়ি। গাড়ির কাঁচের ফাঁক দিয়ে রাঘবের (Raghav Chadha) এক ঝলক দেখা মিলেছে। তাঁর চোখে ছিল কালো চশমা। মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পর থেকে তাঁর প্রিয়পাত্র বলে পরিচিত রাঘব কোথায়? গ্রেফতারি প্রসঙ্গে কেন তিনি নীরব? ইত্যাদি নানা প্রশ্ন উঠেছিল ইন্ডিয়া জোট শরিকদের মধ্যে। যদিও পরে আপের তরফে জানানো হয়েছিল, রাঘব চাড্ডার চোখে সমস্যা দেখা দিয়েছে। তিনি চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন।
মুখ্যমন্ত্রী আবাসে প্রবেশ রাঘবের...
#WATCH | Delhi: AAP MP Raghav Chadha arrives at the residence of Delhi CM Arvind Kejriwal
He was in UK and had undergone eye surgery there pic.twitter.com/XUGuqxHBIY
— ANI (@ANI) May 18, 2024
চিকিৎসা করিয়ে শিগগিরি দেশে ফিরবেন রাঘব (Raghav Chadha), জানিয়েছলেন দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। আপ আহ্বায়কের গ্রেফতারির পর থেকেই আর সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। স্ত্রী পরিণীতি চোপড়াকে নিয়ে তিনি পাড়ি দিয়েছিলন লন্ডন।