সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জ়মিন পর(Sitaare Zameen Par)'-এর দৌলতে শিরোনাম দখল করে রয়েছেন বলিউড অভিনেতা ও প্রযোজক আমির খান (Aamir Khan)। এরই মাঝে অভিনেতার জীবনে বড় সাফল্য। এবার বিশেষ সম্মান পেলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (IFFM 2025)-এর ১৬তম আসরে প্রধান অতিথি হতে চলেছেন তিনি। আগামী ১৪ অগস্ট থেকে শুরু হতে চলেছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ২৪ অগস্ট পর্যন্ত। জানা যাচ্ছে, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের (Indian Film Festival 2025) আসরে নিজের কেরিয়ারের গুরুত্বপূর্ণ কিছু সিনেমা নিয়ে বিশেষ আলোচনায় অংশগ্রহণ করবেন বলিউডের 'র্যাঞ্চো।'
এবার মেলবোর্নের মাটিতে পৌঁছতে চলেছে ‘সিতারে জ়মিন পর
শুধু তাই নয়, থাকছে আরও চমক। মেলবোর্নের মাটিতে আমির খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জ়মিন পর’-এর একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর পর দর্শকদের প্রশ্নের সরাসরি উত্তর দেবেন বিটির পরিচালক আরএস প্রসন্ন এবং মিস্টার খান। এবারের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের কথা বলতে গিয়ে আমির বলেন, "মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হতে পেরে আমি ভীষণভাবে উচ্ছ্বাসিত। ভারতীয় চলচ্চিত্রের বৈচিত্র্য এবং সমৃদ্ধিকে উদযাপন করে এই বিশেষ অনুষ্ঠান। দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের একটা যোগসূত্র এই ফিল্ম ফেস্টিভ্যাল। আমার প্রিয় কিছু সিনেমা নিয়ে বিশেষ টক শো-এর জন্য মুখিয়ে রয়েছি।" সেই সঙ্গেই নিজের ছবি ‘সিতারে জ়মিন পর'-এর কথা টেনে আমির বলেন, "এই ছবির মাধ্যমে একটি গল্প বলার চেষ্টা করেছি, যা অত্যন্ত সংবেদনশীল ও মানুষের মনকে ছুঁয়ে যেতে সক্ষম। এই ছবিটি দর্শকের মনে জায়গা করে নিচ্ছে। মেলবোর্নের মাটিতে এই ছবির প্রদর্শনী নিয়ে ভীষণভাবে আগ্রহী।"
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালএর প্রধান অতিথির ডাক পেলেন আমির খান
Melbourne, please welcome AAMIR KHAN for the 16th edition of IFFM.
From redefining storytelling in Indian cinema to breaking box office records and pushing creative boundaries with every film - Aamir Khan stands tall as a legend who has shaped generations of cinegoers. pic.twitter.com/pTXSxsZpRe
— Indian Film Festival of Melbourne (@IFFMelb) July 3, 2025