Road Accident: পালঘরে বাসের ধাক্কায় মৃত বাইক আরোহী, গুরতর জখম এক শিশু
প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

নয়াদিল্লি: সোমবার পালঘরে পথদুর্ঘটনা ঘটেছে। মনোর বাজারে একটি এসটি বাস দুচাকার গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে এবং এক বছরের  শিশু গুরুতর আহত হয়েছে।আরও পড়ুন: Overcrowding in Train: সাধারণ কোচের যাত্রীদের ঠাসা ভিড় স্লিপারক্লাসে, ক্ষুব্ধ যাত্রীর অভিযোগে কী লিখল রেল?

পুলিশ সূত্রে খবর গতকাল বছর ৩০ এর সোনাল লোখান্ডে সকাল সাড়ে এগারোটা নাগাদ তাঁর স্বামী ও দুই ছোট বাচ্চাকে নিয়ে কাজের জন্য টু-হুইলারে মনোরে আসছিলেন। সেই সময় একটি এসটি বাস পালঘরের দুচাকার গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সোনাল এসটি বাসের টায়ারের নিচে পড়ে যান। গুরুতর আহত সোনাল লোখান্ডেকে চিকিৎসার জন্য মনোর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি রস্তার পাশের একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

দেখুন ভিডিও

দম্পতির এক বছরের ছেলে তানিশ গুরুতর আহত হয়েছে তাকে চিকিৎসার জন্য গুজরাটের সিলভাসার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।