প্রয়াগরাজ স্টেশনের ছবি (Photo Credits:X)

নয়াদিল্লিঃ দেখতে দেখতে শেষবেলায় এসে হাজির মহাকুম্ভ মেলা(Mahakumbh 2025)। রাত পোহালেই শেষ হয়ে যাবে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ। আগামীকাল ২৬ ফেব্রুয়ারি, শেষ হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh)প্রয়াগরাজের(Prayagraj) মহাকুম্ভ মেলা। হাতে কম সময় থাকার কারণে মঙ্গলে প্রয়াগরাজে ভক্তদের ঢল। সকাল থেকেই প্রয়াগরাজমুখী হয়েছেন লক্ষ লক্ষ ভক্ত। প্রয়াগরাজ স্টেশনে চোখে পড়ার মতো ভিড়। আর এবার প্রয়াগরাজে আগত পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। প্রয়াগরাজ স্টেশনে খোলা হল বিশেষ ক্যাম্প। আগত ভক্তদের জন্য সেখানে রয়েছে বিনামূল্যে পানীয় জল এবং খাদ্যের ব্যবস্থা। স্টেশনের ওই অস্থায়ী শিবিরে পেট ভয়ে খেয়ে কুম্ভ মেলার দিকে রওনা দিতে পারবেন পুণ্যার্থীরা। শুধু তাই নয়, রয়েছে বিশ্রামের ব্যবস্থাও। খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বিছানার ব্যবস্থাও করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই স্টেশনের অস্থায়ী শিবিরগুলিতে মিলছে পরিষেবা। আগত পুণ্যার্থীদের সেবায় যাতে কোনওরকম ফাঁক না থাকে সেদিকে নজর রাখা হচ্ছে।

প্রয়াগরাজ স্টেশনে আগত পুণ্যার্থীদের সেবা

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলার আসর। চলবে আগামীকাল, ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন পর্যন্ত। আগামীকাল সঙ্গমে প্রায় ১ কোটি পুণ্যার্থীর ভিড় হতে পারে বলে অনুমান। সেই মতোই ব্যবস্থা নেওয়া হচ্ছে যোগী প্রশাসনের তরফে। আগামীকাল মেলা প্রাঙ্গনে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকছে। মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

প্রয়াগরাজ স্টেশনে অস্থায়ী শিবির, মিলছে বিনামূলে পানীয় জল ও খাবার