গত ২০২১ সালের নভেম্ব মাস থেকে এক মহিলা পরিচারিকাকে গণধর্ষণ করছিল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুর (Mirzapur) এলাকার সাহারানপুরে। জানা যাচ্ছে, গত ২ নভেম্বর এমন দাবি করে থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। অভিযোগের তীর বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মীর বিরুদ্ধে। যারা লাগাতার সুযোগ বুঝে তাঁকে ধর্ষণ করে গিয়েছে। এবং পুলিশে অভিযোগ জানালে মেরে ফেলারও হুমকি দিয়েছে অভিযুক্তরা। মামলা রুজু হতেই শুরু হয়েছে তদন্ত। যদিও এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। অন্যদিকে মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হলে শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া যায় বলে দাবি করা হয়েছে।
পুলিশসূত্রে জানা গিয়েছে, মির্জাপুরে একটি স্থানীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালের মাঝামাঝি সময়ে পরিচারিকা পদে চাকরি পান ওই মহিলা। তারপর থেকেই তাঁর সঙ্গে কয়েকজন কর্মী দুর্ব্যবহার শুরু করে বলে অভিযোগ। নভেম্বর মাসে প্রথম তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত পাঁচ ব্যক্তি। এরপর প্রতিদিনই নিয়মিতভাবে ধর্ষণ করতে থাকে মহিলাকে। সেই সঙ্গে হুমকিও দেওয়া হয় তাঁকে। তবে এবার কোনও হুমকির তোয়াক্কা বা করেই থানায় অভিযোগ জানায় নির্যাতিতা মহিলা।
Saharanpur, Uttar Pradesh: SP Sagar Jain says, "On October 2, 2024, a case of gang rape was registered against five individuals by the Mirzapur police based on a complaint from the victim. In her statement, the victim mentioned that since November 2021, when she was employed as a… pic.twitter.com/OFoRzWeAll
— IANS (@ians_india) October 4, 2024