নয়াদিল্লিঃ রান্নাঘরে (Kitchen) চলছিল মিড ডে মিলের (Mid Day Meal)রান্না। তরকারির (Vegetables) জন্য সবজি তেলে ভেজে আলাদা করে রাখাও ছিল। এমন সময় রান্নাঘরে ঢুকে পড়ল কুকুর। রাঁধুনিদের অলক্ষ্যেই ভেজে রাখা সবজিতে দিল মুখ। পুরো ব্যাপারটি জানা সত্ত্বেও সেই এঁটো খাবার পড়ুয়াদের পরিবেশন করা নিয়ে ছত্তিশগড়ের স্কুলে ব্যাপক হইচই।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে, ছত্তিসগড়ের বালোদাবাজার জেলার লচ্ছনপুর গ্রামের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনাটি গত ২৯ জুলাইয়ের। কুকুরের এঁটো করা খাবার পড়ুয়াদের পরিবেশনের অভিযোগ উঠেছে ওই স্কুলের বিরুদ্ধে। মোট ৭৮ জন পড়ুয়া ওই খাবার খেয়ে নেয়। এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়াদের অভিভাবকেরা। স্কুল পরিচালন কমিটির দ্বারস্থ হন তাঁরা। মিড ডে মিল তৈরি ও পরিবেশনের দায়িত্বে থাকা সেল্ফ হেল্প গ্রুপকে সরানোর দাবি জানানো হয়। অন্যদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুলের তরফে কুকুরের মুখ দেওয়া খাবার খেয়ে ফেলা ৭৮ জন পড়ুয়াকে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে খবর।
পড়ুয়াদের মিড ডে মিলে কুকুরের এঁটো খাবার, ৭৮ জনকে দেওয়া হলো অ্যান্টি-রেবিস ভ্যাকসিন
#Chhattisgarh: A total of 78 students administered anti-rabies vaccine after eating #middaymeal at govt school contaminated by stray dog. https://t.co/Wh4d9v14PY
— National Herald (@NH_India) August 3, 2025