স্নেহা দেবনাথ (ছবিঃX)

নয়াদিল্লিঃ দিন ধরে নিখোঁজ(Missing) পাওয়া যাচ্ছিল না কোনও খবর অবশেষে যমুনা নদী (Yamuna River) থেকে উদ্ধার হলো দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University)ছাত্রীর দেহ রবিবা উদ্ধার হয় স্নেহা দেবনাথের নিথর দেহ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, স্নেহা ত্রিপুরার মেয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আত্মারাম সনাতন ধর্ম কলেজে পড়তেন গত জুলাই তাঁকে শেষবার সিগনেচার ব্রিজের কাছে দেখা গিয়েছিল একটি ক্যাবে চেপে যাচ্ছিলেন তিনি এরপর থেকেই আর দেখা মেলেনি তাঁর এক বন্ধুকে স্টেশনে ছাড়তে যাওয়ার কথা রয়েছে বলে মাকে ফোনে জানিয়েছিলেন স্নেহা কিন্তু আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি

দিল্লিতে ছাত্রীর রহস্যমৃত্যু, শুরু তদন্ত

ক্যাব চালকের বক্তব্য তাঁকে ব্রীজের কাছে নামিয়ে দেওয়া হয় কয়েকজন প্রত্যক্ষদর্শী তাঁকে ব্রীজের কাছে দাঁড়িয়ে থাকতেও দেখেন এরপর কার্যত উধাও হয়ে যান ওই পড়ুয়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার তাঁর খোঁজে যৌথ তল্লাশি শুরু করে এনডিআরএফ এবং পুলিশ দিল্লির নিগম বোধ ঘাট থেকে শুরু করে উত্তর প্রদেশের নয়ডা পর্যন্ত বিভিন্ন এলাকায় চলে তল্লাশি অভিযান এরপর রবিবার যমুনা নদী থেকে উদ্ধার হয় স্নেহার দেহ কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তাঁর বন্ধুমহলের দাবি, গত কয়েকমাস ধরেই মানসিক ভাবে অস্থির ছিলেন স্নেহা এই ব্যাপারে এক বন্ধুকে মেইল করে জানানও সবটা সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ

৬ দিন ধরে নিখোঁজ, যমুনা নদী থেকে উদ্ধার পড়ুয়ার নিথর দেহ