ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ চলন্ত ট্রেনে (Moving Train) উঠতে গিয়ে বিপদ। হাত টেনে যাত্রীর প্রাণ বাঁচালেন আরপিএফ(RPF)। কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেসে (Kanyakumari–Dibrugarh Express)ওঠার সময় এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো। জানা গিয়েছে, ওই যাত্রী মির্জাপুরের বাসিন্দা। এদিন অল্পের জন্য মিস করেন ট্রেনটি। প্ল্যাটফর্মে পৌঁছে দেখেন ছেড়ে দিয়েছে ট্রেন। এমনসময় ট্রেনটি ধরার জন্য ছুটতে শুরু করেন ৪৪ বছরের ওই যাত্রী। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান। রেললাইন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে ঢুকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। আর ঠিক তখনই ছুটে আসেন এক কনস্টেবল। হাত ধরে টেনে প্ল্যাটফর্মে উঠিয়ে প্রাণ বাঁচান তাঁরা।

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, যাত্রীকে মৃত্যু মুখ থেকে ফেরালেন আরপিএফ