নয়াদিল্লিঃ মধ্যরাতে বিধ্বংসী আগুন(Fire)। পুড়ে ছাই দোকানের(Shop) পর দোকান। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের(Mumbai) কুরলা পশ্চিমে(Kurla West)। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন। ভোরের আলো ফুটে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কেউ আহত হননি বলেই এখনও পর্যন্ত খবর।
মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দোকানের পর দোকান
জানা গিয়েছে, রবিবার রাত ২.৩০ নাগাদ আচমকাই আগুন লাগে কুরলা ওই মার্কেটে। একের পর এক দোকান পুড়ে যেতে থাকে। ঘন কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকমবাহিনী। টানা ৪ ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। কীভাবে আগুন লাগল তা এখনও অজানা। জানা যাচ্ছে, যে দোকানগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে সেগুলির মধ্যে বেশিরভাগই মোটর পার্টসের দোকান। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দোকানের পর দোকান, দেখুন ভিডিয়ো
#WATCH | Mumbai, Maharashtra: A massive fire broke out in several shops in Kurla West area of Mumbai last night. More than 10 fire brigade vehicles were deployed to help extinguish the blaze. According to affected shopkeepers, the fire started at around 2:30 AM, and most of the… pic.twitter.com/G0iqvBzGzt
— ANI (@ANI) October 13, 2025