নয়াদিল্লিঃ মেঘালয় 'হানিমুন মার্ডার (Meghalaya Honeymoon Murder)' নিয়ে যখন উত্তাল গোটা দেশ তখন ফের ত্রিকোণ প্রেমের বলি এক যুবক। খুন করে দেহ ভরা হল ফ্রিজারে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ধলাই জেলায়। মৃতের নাম সরিফুল ইসলাম। বয়স ২৮। ত্রিপুরার আগরতলার ইন্দ্রনগর এলাকার বাসিন্দা। সরিফুল পেশায় ইলেক্ট্রিশিয়ান। আগরতলা স্মার্ট সিটি মিশন প্রকল্পে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন সরিফুল। বুধবার, ধলাই জেলার গণ্ডাছেড়া বাজার এলাকায় একটি আইস-ক্রিম ফ্রিজ়ারের মধ্যে থেকে উদ্ধার হয় তাঁর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই খুন হতে হয় সরিফুলকে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মূল অভিযুক্ত এক চিকিৎসক। ইতিমধ্যেই দিবাকর সাহা নামে ওই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এক মহিলা এবং সরিফুলের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই যুবতী দিবাকরের আত্মীয়া। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই চিকিৎসকের বাবা-মা সহ আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে। স্থানীয় সূত্রে খবর, গত ৮ জুন জয়দীপ দাস নামে এক যুবকের বাড়িতে ডাকা হয় সরিফুলকে। উপহার দেওয়ার নাম করে ডেকে পাঠানো হয়। সেখানেই শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। এরপর দেজ ট্রলিব্যাগে ভরে আইস-ক্রিম ফ্রিজ়ারের মধ্যে ঢুকিয়ে রাখা হয়।
ফের ত্রিকোণ প্রেমের বলি ১, খুন করে দেহ ভরা হল আইস-ক্রিম ফ্রিজ়ারে
VIDEO | A 26-year-old man was allegedly murdered and his body stored in an ice-cream freezer in Tripura in a love triangle gone wrong, police said on Wednesday.
The victim was in a relationship with a 20-year-old woman. On the other side, the woman's cousin wanted to be with… pic.twitter.com/dablOnXL0s
— Press Trust of India (@PTI_News) June 12, 2025