Rape Representational Image Photo Credit: File Image

নয়াদিল্লিঃ দিল্লিতে (Delhi)ফের ধর্ষণের (Rape) ঘটনা এবার মাকে (Mother) লাগাতার ধর্ষণের (Rape) অভিযোগ উঠল খোদ ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগের ভিত্তিরে গ্রেফতার 'গুণধর' ছেলে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লির জ কাজী থানা এলাকায়। নির্যাতিতার মহিলার বয়স ৬৫ একসময় সরকারি চাকরি করতেন বর্তমানে অবসরপ্রাপ্ত স্বামী দুই সন্তানকে নিয়ে কাজী থানা এলাকাতেই থাকতেন তিনি গত জুলাই মাসের ১৭ তারিখ স্বামী মেয়েকে নিয়ে সৌদি আরবে যান তিনি সেখানে থাকাকালীন, অভিযুক্ত ছেলে তার বাবাকে ফোন করে জানায়, মাতের পুরনো সম্পর্ক রয়েছে এমনকী মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য বাবাকে অনুরোধ জানায় সে

এবার মাকে ধর্ষণের অভিযোগ ছেলের বিরুদ্ধে

এরপর গত অগস্ট বাড়ি ফেরেন মহিলা অভিযোগ, সেই রাতেই তাঁকে ঘরে আটকে ধর্ষণ করে ৩৯ বছরের ছেলে এরপরও তাঁকে বারবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ এরপর গত ১৪ অগস্ট পালিয়ে মেয়ের বাড়ি চলে যান নির্যাতিতা এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর

পুরনো সম্পর্কের 'শাস্তি'? মাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার 'গুণধর' ছেলে