ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন। হস্টেলে সেই সময় বেশ কয়েকজন পড়ুয়া ছিল। দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন এসে উদ্ধারকাজ শুরু করেছে। বেশ কয়েকজন পড়ুয়াকে সুরক্ষিতভাবে উদ্ধার করা গেলেও এখনও অনেকে আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে অগ্নি নির্বাপনের কাজও চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিটের থেকেই আগুন লেগেছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে এদিন দুপুর ২টো নাগাদ ওই হোস্টেল চত্বরে আগুনের ধোঁয়া দেখতে পান। তারপরে তাঁরাই দমকলে খবর দেয়। তড়িঘড়ি ঘটনাস্থলে চলে আসে দমকলের বেশ কয়েকটি গাড়ি। তারপরেই শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে অনেক পড়ুয়া আটকে ছিল, যাদের বের করে আনতেও সময় লাগে। কিন্তু সকলকেই সুরক্ষিতভাবে বের করে আনা হয়। ফলে হতাহতের কোনও খবর নেই।
Uttar Pradesh: A major fire erupted at Krishna Institute in the Choubeypur area, reportedly caused by a short circuit on the fourth floor. Several individuals are believed to be trapped inside as the blaze spreads, causing chaos in the institute’s hostel pic.twitter.com/sOQ7Am9fOZ
— IANS (@ians_india) October 27, 2024