নয়াদিল্লিঃ মেট্রোয় (Metro) নজির। এবার প্রতিস্থাপনের জন্য মেট্রোয় করে নিয়ে যাওয়া হল লিভার(Liver)। বেঙ্গালুরু(Bengaluru) নম্মা মেট্রোয় লিভার নিয়ে সফর করলেন চিকিৎসকের দল। তবে দেশে এই ঘটনা নতুন নয়। এই নিয়ে দ্বিতীয়বার অঙ্গ প্রতিস্থাপনের জন্য মানবদেহের কোনও অংশ মেট্রোয় করে নিয়ে যাওয়া হল। প্রথম বার হায়দরাবাদ মেট্রো এই রেকর্ড গড়ে। বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন বা BMRCL জানিয়েছে, লিভার প্রতিস্থাপনের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এদিন হোয়াইটফিল্ড থেকে রাজারাজেশ্বরী নগরে মানব অঙ্গ নিয়ে যাওয়ার জন্য মেট্রোকে বেছে নেওয়া হয়েছে।
এদিন ওই লিভার পৌঁছানো হয় বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে বৈদেহী হাসপাতালে। সেখান থেকে লিভারটি নিয়ে চলে যাওয়া হয় দক্ষিণ বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগরে স্পর্শ হাসপাতালে। বৈদেহী হাসপাতাল থেকে স্পর্শ হাসপাতাল পর্যন্ত মোট ৫.৫ কিলোমিটার পথ 'গ্রিন করিডর' করে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৮ টা নাগাদ হোয়াইটফিল্ড মেট্রো স্টেশনে পৌঁছয় অঙ্গ। এই পুরো সফরে ছিলেন চিকিৎসক ও নার্সদের একটি বিশেষ দল। কামড়ায় উপস্থিত ছিলেন মেট্রোর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার। জানা যাচ্ছে, এক ৪ বছর বয়সি এক যুবকের দেহে এই লিভার প্রতিস্থাপন করা হবে।
বেঙ্গালুরুতে রেকর্ড! অঙ্গ প্রতিস্থাপনের জন্য মেট্রোয় করে নিয়ে যাওয়া হল লিভার
Namma Metro Makes History, Transports Liver for Transplant Across Bengaluru in Record Time#NammaMetroForLife #OrganTransportIndia #MedicalInnovation #BengaluruNews #NewsKarnataka https://t.co/FZcymAn9gn
— News Karnataka (@Newskarnataka) August 3, 2025