নয়াদিল্লিঃ শাসনের নামে ছাত্রীকে (Student) বেধড়ক মারধরের অভযোগ জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগরের (Srinagar) একটি বেসরকরি স্কুলে (Private School)। পড়ুয়াকে মারধর করার অভিযোগ উঠেছে স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জম্মু-কাশ্মীরের শিক্ষা দফতর। জানা গিয়েছে, শ্রীনগরের ওই নামী স্কুলের বিরুদ্ধে অভিযোগ আনেন তৃতীয় শ্রেণির পড়ুয়া বাবা-মা। অভিভাবকের অভিযোগ, তাঁদের মেয়েকে প্রচণ্ড মারধর করা হয়েছে। এমনকী স্কুলের মধ্যে মেয়ে অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি। খবর পেয়ে স্কুলে গিয়ে বাবা-মা দেখেন, মেয়ে বমি করতে করতে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। সেই অবস্থাতেই মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটেন তাঁরা।
পড়ুয়াকে বেধড়ক মারধর, স্কুলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শিক্ষা দফতরের
এরপরই এই ঘটনায় রাজ্যের শিক্ষা দফতরের হস্তক্ষেপ দাবি করেন পড়ুয়ার বাবা-মা। অন্যদিকে যদিও স্কুলের দাবি, পড়ুয়ার গায়ে কোনওরকম হাত তোলা হয়নি। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন স্কুলে আসার পর থেকেই মাথাব্যথায় কাবু হয়ে পড়েছিল ওই পড়ুয়া। স্কুলের শিক্ষকেরাই তাকে ওষুধ দিয়ে একটি ঘরে বিশ্রাম নিতে বলেন। প্রয়োজনে স্কুলের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথা বলা হয়েছে কর্তৃপক্ষের তরফে। যদি এই ঘটনার তদন্তে স্কুলের গাফিলতি স্পষ্ট হয় তবে ওই বেসরকারি স্কুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরের শিক্ষামন্ত্রী সাকিনা ইটু।
শিক্ষকদের মারের চোটে বমি করে অচেতন তৃতীয় শ্রেণির পড়ুয়া, কাঠগড়ায় স্কুল কর্তৃপক্ষ
A girl studying at a private school in #Srinagar was reportedly thrashed by two teachers as punishment, sparking huge outrage in the city.https://t.co/zA8sJNUUwL
— IndiaToday (@IndiaToday) June 11, 2025