দাউ দায় করে জ্বলছে ট্রেন (ছবিঃX)

নয়াদিল্লিঃ সাত সকালে তামিলনাড়ুতে (Tamil Nadu) ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire) আগুন লাগল ট্রেনে (Train) আগুনের লেলিহান শিখা উঠল কয়েক ফুট উচ্চতায় আতঙ্ক ছড়াল গোটা এলাকায় রবিবার সকালে তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলওয়ে স্টেশনের কাছে একটি পণ্যবাহী ট্রেনে আচমকাই আগুন লাগে মালগাড়িতে করে অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার সময় আগুন লেগে যায় ট্রেনটিতে দাহ্য পদার্থ বোঝাই থাকায় একার পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় দাউদাউ করে জ্বলে ওঠে গোটা ট্রেনটি কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা

তামিলনাড়ুতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন লাগল ট্রেনে

রেলসূত্রে খবর, ডিপো থেকে তেল নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল ট্রেনটি পথে তিরুভাল্লুরের কাছে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার জেরে লাইনচ্যুত হয়ে উল্টে যায় ট্রেনের তিনটি কামরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় রেল দমকলের কর্মীরা যে চারটি বগিতে আগুন লাগে তা দ্রুত আলাদা করা হয় এরপর যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর এই দুর্ঘটনার কারণে ওভারহেড বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে রেলের তরফে। যার ফলে ওই শাখায় ব্যহত ট্রেন চলাচল চেন্নাই থেকে বেঙ্গালুরু, মাইসোরগামী বেশকিছু ট্রেন আজকের জন্য বাতিল করা হয়েছে

পরপর বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের জেরে লাইনচ্যুত ট্রেন, আগুনের লেলিহান শিখায় ঢাকল আকাশ