২৪ ঘন্টার মধ্যে অপহরণের তদন্তের সমাধান করল কর্ণাটক পুলিশ (Karnataka Police)। সেই সঙ্গে গ্রেফতার করা হল প্রধান অভিযুক্তকেও। জানা যাচ্ছে, গত রবিবার বিকেলে রামনগরের মঞ্জুনাথ নগর এলাকায় একটি ৫ বছরের শিশুকন্যাকে অপহরণ করে স্থানীয় প্রতিবেশী দর্শ নামে এক ব্যক্তি। প্রথমে শিশুর পরিবার ও এলাকাবাসীর সন্দেহ হয় যে বাইরের কেউ তাঁদের মেয়েকে অপহরণ করেছে। এমনকী কিডন্যাপ করার পর মুক্তিপণের জন্য ফোনও আসে পরিবারের কাছে, সেই সঙ্গে অপহরণকারী পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের না জানানোর হুমকিও দেয়। কিন্তু মুক্তিপণের অতগুলো টাকা দিতে না পারার কারণে স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়। সেই মতো শুরু হয় তদন্ত।
পুলিশ সূত্রের খবর, প্রথমে এই ঘটনা বাইরের কেউ করেছে বলে মনে হলেও পরবর্তীকালে বোঝা যায় তাঁদের প্রতিবেশীই এই ঘটনা ঘটিয়েছে। এরপরেই শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে সোমবারের মধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারে পুলিশ। জানা যাচ্ছে স্থানীয় একটি সিমেন্টের গোডাউনে বাচ্চা মেয়েটিকে অপহরণ করে লুকিয়ে রাখে অভিযুক্ত দর্শ। ইতিমধ্যে শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে সে আপাতত সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে।
Ramanagara, Karnataka: On Sunday evening, a five-year-old girl was kidnapped by a neighbor, Darsh, near Manjunath Nagar. He kept her in a cement godown and demanded ransom via internet calls, threatening the parents not to involve the police. Local residents, alerted by… pic.twitter.com/JTQHdSXl4q
— IANS (@ians_india) September 10, 2024