নয়াদিল্লিঃ সময়ের আগে এসেছে বর্ষা (Monsoon)। আর সেই প্রাথমিক বর্ষার বৃষ্টিতে বিগত কয়েকদিন ধরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। বৃষ্টি (Heavy Rain), হড়পা বান, ভূমিধসের জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা রাজ্য। এখনও পর্যন্ত সে রাজ্যে দুর্যোগজনিত কারণে ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। এবার মেঘভাঙা বৃষ্টির জেরে ধসে পড়ল পাঁচতলা বাড়ি। চোখের নিমেষে মাটিতে মিশিয়ে গেল বহুতল। সোমবার ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের শিমলায়। এই মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে চোখের নিমেষে ভেঙে পড়ল পাঁচতলা একটি বাড়ি।
বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, ভেঙে পড়ল বাড়ি
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই দুর্যোগের কবলে গোটা হিমাচল প্রদেশ। কুল্লু, সোলান থেকে মানালি বাদ নেই প্রায় কোনও এলাকা। বৃষ্টি, হড়পা বান ও ভূমিধসে লণ্ডণ্ড হয়ে গিয়েছে গোটা রাজ্য। ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে কয়েক কোটি টাকা। সোম সকালেও সোলানে ভূমিধসের ঘটনা ঘটেছে। বন্ধ একাধিক রাস্তাঘাট। যার ফলে ব্যহত যান চলাচল। এই পরিস্থিতিতে পাহাড়া আটকে বহু পর্যটক। অন্যদিকে এখনই দুর্যোগ থেকে মুক্তি নেই বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। আগামীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা।
হিমাচল প্রদেশে মহাবিপর্যয়, চোখের নিমেষে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি
VIDEO | Himachal Pradesh: A five-storey building collapsed in Shimla due to cloudburst in the region.
(Source: Third Party)
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/L7jQXXQHnR
— Press Trust of India (@PTI_News) June 30, 2025