কলকাতাঃ দাউ-দাউ করে জ্বলছে আগুন (Fire)। পুড়ে ছাই একের পর এক গোডাউন (Godown)। শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল বারাসাত (Barasat)। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে আচমকাই আগুন লাগে বারাসাতের কদম্বগাছি পঞ্চায়েতের বামুনমোড়া এলাকায়। পরপর আগুনে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি গুদাম। মোট আট থেকে দশটি গুদাম ছিল ওই এলাকায়। প্রথমে একটিতে আগুন লাগে, পরে আগুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক গোডাউন। আগুনের গ্রাসে বিঘার পর বিঘা জমি। ইলেকট্রনিক্সের জিনিস মজুত ছিল ওই গুদামে এমনটাই খবর। বেশকিছু দাহ্য পদার্থ মজুত থাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই এলাকায় ঘনজনবসতি রয়েছে। স্বাভাবিকভাবেই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। এলাকা ছেড়ে পালান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ২০ টি ইঞ্জিন। রাতভর দমকলের প্রচেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। রবিবার সকালেও জ্বলছে বেশকিছু অংশ।
বারাসাতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বিস্তীর্ণ এলাকা
খবর পেয়ে ঘটনাস্থলে যান বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। কী কারণে আগুন লাগল তা এখনও অজানা। এই অগ্নিকাণ্ডের জেরে বারাসত-টাকি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।
ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী বারাসাত, ১৪ ঘণ্টা অতিক্রান্ত, এখনও জ্বলছে আগুন
#WATCH | North 24 Parganas, West Bengal | A fire broke out at a godown in Pirgacha area under Duttapukur police station area in Barasat. Fire tenders present at the spot and efforts to douse the fire are underway. pic.twitter.com/ptP9ZEk7ug
— ANI (@ANI) June 21, 2025