দিওয়ালি উপলক্ষে বাচ্চারা আতসবাজি ফাটাচ্ছিল। এই নিয়ে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে শুরু হয় বচসা। আর সেখান থেকই তৈরি হল রণক্ষেত্র পরিস্থিতি। শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের (Indore) ছত্রিপুরা এলাকায়। জানা যাচ্ছে, বচসা থেকে দুই পক্ষের হাতাহাতি হয়। এমনকী পাথরবৃষ্টিতে মাথা ফাটে অনেকের। ঘটনাস্থলে পৌঁছে যায় ইন্দোর পুলিশের বাহিনী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে চলে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল। বেশ কয়েকঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে।

পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর কারণে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়। বর্তমানে ওই এলাকায় ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সবকিছু স্বাভাবিক করে দেওয়া হবে। এই হামলায় বেশকয়েকটি বাড়ি, দোকানপাটে ভাঙচুড় চালানো হয়েছে। বর্তমানে গোটা এলাকা জারি রয়েছে ১৪৪ ধারা। পুলিশ গোটা বিষয়টি স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে।