
নয়াদিল্লিঃ 'অপারেশন সিঁদুর (Operation Sindoor)'-এর গুরুত্ব বোঝাতে ও বিশ্বদরবারে পাকিস্তানের (Pakistan) পর্দাফাঁস করতে ইতিমধ্যেই বিদেশ সফরে কেন্দ্রের সর্বদল প্রতিনিধিরা। বুধবারই জাপানের (Japan) রাজধানী টোকিওতে (Tokyo) পৌঁছয় এই বিশেষ প্রতিনিধি দল। স্থানীয় সময়, বৃহস্পতিবার সকালে টোকিওর ভারতীয় দূতাবাসে পৌঁছয় বিশেষ কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন সকালে জাপানের ভারিতীয় অ্যাম্বাসেডর সিবি জর্জের সঙ্গে বৈঠকে বসলেন তাঁরা। এই বিশেষ প্রতিনিধি দলে রয়েছেন বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ ব্রিজ লাল, সিপিআই (এম) সাংসদ জন ব্রিটাস, বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী, বিজেপি সাংসদ হেমাঙ্গ জোশী, বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া, সলমান খুরশিদ এবং প্রাক্তন রাষ্ট্রদূত মোহন কুমার। জনতা দলের সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে জাপানে গিয়েছে এই দল। আজ, ২২ মে জাপানে বৈঠক সেরে ২৪ মে দক্ষিণ কোরিয়া পৌঁছবে এই দল। সেখান থেকে ২৭ মে সিঙ্গাপুর, ২৮ মে ইন্দোনেশিয়া ও ৩১ মে মালয়েশিয়া হয়ে দিল্লি ফিরবেন প্রতিনিধি দলের সদস্যরা।
টোকিওতে কেন্দ্রের বিশেষ প্রতিনিধি দল
উল্লেখ্য, বিশ্বমঞ্চে পহেলগাঁও জঙ্গিহানা পরবর্তী ভারত-পাক সংঘাতের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতেই বিদেশ সফরের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাক্তন মন্ত্রী এবং কূটনীতিক সহ ৫৯ জন সাংসদ নিয়ে মোট ৭ টি প্রতিনিধি দল তৈরি করা হয়েছে। মোট ৩৩ টি দেশে যাবে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল। ২১ মে থেকে শুরু হয়েছে বিভিন্ন দলের এই যাত্রা, চলবে আগামী ৫ জুন পর্যন্ত। যখন জাপানে রয়েছেন অভিষেকরা তখন, শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে একটি দল আরবে রওনা দিয়েছে। এই দলে রয়েছেন বিজেডি সাংসদ সম্বিত পাত্র,এসএস আলুওয়ালিয়া,বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ,বিজেপি সাংসদ অতুল গর্গ, আইইউএমএল সাংসদ ইটি মহম্মদ বশির এবং রাষ্ট্রদূত সুজন চিনয়।
বিশ্বমঞ্চে শুরু পাকিস্তানের পর্দাফাঁস, টোকিওতে বিশেষ বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধি দল
#WATCH | Japan | A delegation of Members of Parliament led by JD(U) MP Sanjay Kumar Jha holds a meeting with India's ambassador to Japan, Sibi George, at the Embassy of India in Tokyo pic.twitter.com/2SHClhPUro
— ANI (@ANI) May 22, 2025
টোকিওতে অভিষেক বন্দ্যোপাধায়েরা
#WATCH | Japan | A delegation of Members of Parliament led by JD(U) MP Sanjay Kumar Jha arrives at the Embassy of India in Tokyo
The delegation is on a five-nation visit for Operation Sindoor global outreach. pic.twitter.com/ens8TYXmRj
— ANI (@ANI) May 22, 2025