নয়াদিল্লিঃ নির্ধারিত সময়ের আগেই বর্ষার (Monsoon) আগমন। যার জেরে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত (Northeast India)। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্য। জলের তলায় অসম (Assam), মিজোরাম-সহ একাধিক জায়গা। ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় বায়ুসেনা (Indian Airforce)। এবার অরুণাচল প্রদেশের বোমজির নদীতে আটকে পড়া ১৪ জনকে নিরাপদে উদ্ধার করল বায়ুসেনা। এদিন অরুণাচল প্রদেশের দিব্যং ভ্যালির বোমজির নদীর মাঝখান থেকে ওই ১৪ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত
বায়ুসেনার হেলিকপ্টার এম-১৭ এর সাহায্যে উদ্ধার করা হয় তাঁদের। অন্যদিকে, বৃষ্টির সঙ্গে উত্তরপূর্ব ভারতে ভূমিধস এবং হড়পা বানের ঘটনা ঘটেছে। যার জেরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। শুধুমাত্র অসমের ১২ টি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। গত দু'দিনের লাগাতার বৃষ্টিতে কার্যত জলের তলায় অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর। ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি। ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।
বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপূর্ব ভারত, মাঝনদীতেঁ উদ্ধারকার্যে বায়ুসেনা
#WATCH | A critical humanitarian assistance and disaster relief mission was launched by the Indian Air Force yesterday, in response to a request received from the state administrations of Assam and Arunachal Pradesh. 14 individuals stranded in the middle of the flooded Bomjir… pic.twitter.com/xlgO2JFIpi
— ANI (@ANI) June 2, 2025