মধ্যপ্রদেশ: কুসংস্কারের শিকার দেড় মাসের শিশু। মধ্যপ্রদেশে নিউমোনিয়ায় (Pneumonia) আক্রান্ত দেড় মাসের শিশুকে চিকিৎসার জন্য স্থানীয় নার্স একটি গরম লোহার রড দিয়ে ৪০ বার আঘাত করে। এতে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ঘটনাটি প্রকাশ্যে আসে। আরও পড়ুন: 17 people Hospitalized After Eating Biryani: অনুষ্ঠান বাড়িতে বেঁচে যাওয়া বাসি বিরিয়ানি খেয়ে অসুস্থ ১৭, ভর্তি হাসপাতালে
পুলিশ কর্মকর্তা জানান, শিশুটির গলা, পেট ও শরীরের অন্যান্য অংশে ৪০টির বেশি চিহ্ন পাওয়া গেছে। শিশুটির এখন শাহদোলের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। বিষয়টি তদন্তে স্বাস্থ্য কর্মকর্তাদের একটি দল গঠন করা হয়েছে।